“আসানসোলে শান্তি ভাঙার চেষ্টা বিজেপির” – দানিশ আজিজের বিস্ফোরক অভিযোগ

single balaji

আসানসোল/বার্নপুর :
বার্নপুর-আসানসোলে বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে রাজ্য এআইএমআইএম নেতা ও পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দানিশ আজিজ তীব্র প্রতিক্রিয়া জানালেন। তিনি অভিযোগ করেন, মোদি সরকার ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলি সম্পূর্ণ উস্কানিমূলক এবং শান্ত পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে।

দানিশ আজিজ বলেন,
“বিজেপি বারবার শান্তিপূর্ণ আসানসোলকে অশান্ত করতে চাইছে। আমরা কেবল এই ধরনের রাজনীতির বিরোধিতা করব না, জনগণের মধ্যে গিয়ে এই ষড়যন্ত্র ফাঁস করব।”

তিনি আরও বলেন,
“আসানসোলের মানুষ শান্তি ও উন্নয়ন চায়, অশান্তি ও উত্তেজনা সৃষ্টিকারী রাজনীতি নয়।”

এই বক্তব্য প্রকাশ্যে আসতেই জেলা রাজনীতিতে নতুন চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে, আসানসোল-বার্নপুর এখন পশ্চিমবঙ্গের অন্যতম ‘সেন্সিটিভ’ এলাকা যেখানে সামান্য ঘটনাও বড় ইস্যু হয়ে উঠতে পারে। এআইএমআইএমের এই কঠোর অবস্থান বিজেপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

ghanty

Leave a comment