নিজস্ব সংবাদদাতা : পশ্চিম বর্ধমান জেলার এআইএমআইএম( AIMIM ) কমিটি, গতকাল সন্ধ্যায় কলকাতার আর.জি. কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে আসানসোলের বি.এন.আর মোড়ে এক শান্তিপূর্ণ শোকসভা ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব (AIMIM সভাপতি ও হায়দ্রাবাদের সংসদ সদস্য) এবং পশ্চিমবঙ্গের AIMIM পর্যবেক্ষক মজিদ হুসেনের নির্দেশনায় এবং রাজ্যের AIMIM নেতা ও পশ্চিম বর্ধমান জেলা AIMIM সভাপতি দানিশ আজিজ সাহেবের নেতৃত্বে।
এই শোকসভায় নারী সমর্থক, সাধারণ জনগণ এবং পশ্চিম বর্ধমান জেলা AIMIM কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই শোকসভাতে যেসকল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তারা হলেন ইজাজ আহমেদ, শিউলি মন্ডল, গৌরব ডন, সরোয়ার ইফতিকার আলম, নাদিম আখতার, মোহাম্মদ মনসুর, আতিক মালিক, আনোয়ার হোসেন, শাহিদ মনসুর, শোরত আলম, মোহাম্মদ ইফতিকার, শাবাজ হুসেন, মোহাম্মদ শাহনওয়াজ, রিজওয়ান ইমাম এবং আরও অনেকে।