City Today News

monika, grorius, rishi

আসানসোলে AIMIM-এর উদ্যোগে রক্তদান শিবিরে ৪০টিরও বেশি ইউনিট রক্তদান

নিজস্ব সংবাদদাতা : ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব, AIMIM-এর সভাপতি এবং হায়দ্রাবাদের সাংসদ, এবং জনাব মাজিদ হুসাইন, AIMIM-এর পশ্চিমবঙ্গ পর্যবেক্ষক, ও পশ্চিম বর্ধমান জেলা AIMIM কমিটির সভাপতি দানিশ আজিজের নেতৃত্বে, আজ পশ্চিম বর্ধমান জেলা AIMIM কমিটির উদ্যোগে পশ্চিমবঙ্গের আসানসোল উত্তর বিধানসভার বাবুতলাব রেলপার J ম্যারেজ হলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

আজকের এই শিবিরে রক্তদাতারা ৪০টিরও বেশি ইউনিট রক্ত দান করেছেন।

আশফিয়া ফাউন্ডেশন, ইনসানিয়াত ওয়েলফেয়ার সোসাইটি, রাফ-এ-আম ক্লাব, আসানসোল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির মতো অনেক কল্যাণমূলক সংস্থা আজকের কর্মসূচিতে অংশ নিয়েছিল, এবং সেখানে সামাজিক কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা AIMIM প্রতিনিধিদের উপস্থিতিতে ইজাজ আহমেদ, অ্যাডভোকেট মেরাজ সাহেব, আতিফ মালিক, আনোয়ার হুসাইন, শহিদ মনসুর, শরৎ আলম, সরোয়ার ইফতেখার আলম, মোহাম্মদ শাহবাজ, ইরফান আলম এবং অনেক জেলা নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment