City Today News

monika, grorius, rishi

অগ্রসেন বিদ্যা মন্দিরে শিশুদের রামদরবার ও রাধাকৃষ্ণের ঝাঁকি মুগ্ধ করল সবাইকে

নিজস্ব সংবাদদাতা, চিরকুণ্ডা: চিরকুণ্ডায় অবস্থিত অগ্রসেন সরস্বতী বিদ্যা মন্দিরে শনিবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বালরূপ সজ্জা ও নৃত্য সঙ্গীতের আয়োজন করা হয়। প্রধান অতিথি সীমা গাড়্যাণ প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সচিব নিলয় কুমার গাড়্যাণ, প্রধান শিক্ষক ডঃ অশোক কুমার বর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিশুরা আধুনিক পোশাকে সজ্জিত হয়ে রাম দরবার, রাধাকৃষ্ণ প্রভৃতি চরিত্রের ঝাঁকি উপস্থাপন করে। পাশাপাশি, সঙ্গীতেরও আয়োজন করা হয় যেখানে ছোট ছোট শিশুরা আকর্ষণীয় গানের পরিবেশনা করে।

শিশু শিল্পীদের মধ্যে স্কুলের সার্থক মাহাতো হনুমানের রূপ ধারণ করেছিলেন, অন্যদিকে সীতা হিসেবে হর্ষিকা গুপ্তা, রাম হিসেবে সমীর রবিদাস, শিব হিসেবে যশ মণ্ডল, সরস্বতী হিসেবে মানশ্রী মণ্ডল, এবং বনবাসী সীতারূপে হরমন কৌর পোষাক পরিধান করেন।

অনুষ্ঠানটি সফল করতে বিদ্যালয়ের সুনীতা রায়, আশা স্বর্ণকার, ববি সাউ, ডলি কুমারী প্রমুখ নারী ও পুরুষ শিক্ষকগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সম্মানিত করা হয়।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment