পাণ্ডবেশ্বর : অগ্রণী সাংস্কৃতিক পরিষদের ৫৮তম দুর্গাপূজা প্যান্ডেল বুধবার ধুমধাম করে উদ্বোধন হল। উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন প্যান্ডেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রী পন্নমবলাম এস. আইএএস, মহকুমাশাসক ড. সৌরভ চ্যাটার্জি, আড্ডা চেয়ারম্যান কবি দত্ত, জেলা শাসক ও এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল, তৃণমূল জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রামপ্রসাদ হালদার এবং অগ্রণী সাংস্কৃতিক পরিষদের সদস্যরা। সকল অতিথিকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়।
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপূজা রাজ্যের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় প্যান্ডেল হিসেবে পরিচিত। ৫৮ বছর পূর্তিতে এবার থাইল্যান্ড মন্দির থিমে অসাধারণ সজ্জা করা হয়েছে।” চারপাশের আলোকসজ্জা প্যান্ডেলের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। দুর্গা প্রতিমাও অত্যন্ত মনোমুগ্ধকর।
বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও অগ্রণী সাংস্কৃতিক পরিষদের প্রশংসা করে বলেন, “প্রতি বছর কিছু না কিছু নতুনত্ব আসে। গত বছর হাওয়া মহল তৈরি হয়েছিল যা নিয়ে রাজ্যজুড়ে আলোচনা হয়েছিল। এ বছর থাইল্যান্ডের মন্দির থিম সাধারণ দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।”
প্রতিমা উদ্বোধনের পর পুজোর প্রদীপ প্রজ্বলন করা হয়। স্থানীয়দের পাশাপাশি বাইরের দর্শকদেরও ভিড় জমে যায় প্যান্ডেলে। সংস্কৃতিক অনুষ্ঠান, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ একাধিক দিকেও বিশেষ উদ্যোগ নিয়েছে পরিষদ। পুজোর দিনগুলিতে বাচ্চাদের জন্য বিশেষ সাংস্কৃতিক কার্যক্রম ও স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।











