আসানসোল : আলোর উৎসব দীপাবলির শুভক্ষণে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল সোমবার নিজ বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের হাতে মাটির প্রদীপ ও সর্ষের তেল তুলে দিলেন।
বিধায়িকা এদিন বানপুর, সুভাষপল্লি রোড, হুসেনাবাদ, এসবি গোরাই রোডসহ একাধিক এলাকায় গিয়ে পথচারী, দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে নিজ হাতে প্রদীপ ও তেল বিতরণ করেন।
অগ্নিমিত্রা পাল বলেন —
“দীপাবলি কেবল আলোর উৎসব নয়, এটি অন্ধকারের উপর আলোর, অসুরের উপর সুরের, অন্যায়ের উপর ন্যায়ের জয়। আমরা যেন এই উৎসব ভালবাসা, সম্প্রীতি ও পরিবেশের সুরক্ষা বজায় রেখে পালন করি।”
তিনি আরও বলেন,
“মাটির প্রদীপ ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। আমাদের উচিত দেশীয় জিনিস ব্যবহার করে স্থানীয় কুমোর ও শিল্পীদের উৎসাহিত করা।”
বিধায়িকার সঙ্গে ছিলেন আসানসোল দক্ষিণ মণ্ডলের বিজেপি কর্মীরা, মহিলা মোর্চার সদস্যরা ও অসংখ্য স্থানীয় মানুষ। সকলেই একসঙ্গে দীপ জ্বালিয়ে, আসানসোলের অলিগলিকে আলোর মালায় সাজিয়ে তুললেন।
এদিন অগ্নিমিত্রা পাল দরিদ্র পরিবারগুলির হাতে মিষ্টি, পোশাক ও প্রসাদও তুলে দেন। তিনি বলেন —
“আমার লক্ষ্য একটাই — এই দীপাবলিতে যেন কোনও বাড়ি অন্ধকারে না থাকে।”












