আসানসোল, পশ্চিম বর্ধমানঃ
বিজেপির আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পালকে ঘিরে এবার অনন্য প্রতিবাদের সাক্ষী রইল আসানসোল শহর। প্রায় পাঁচ বছর ধরে এলাকায় দেখা না মেলায়, হঠাৎ বিধায়িকাকে সামনে পেয়ে এক অভিনব উপায়ে কটাক্ষ করলেন এলাকাবাসীরা।
সূত্রের খবর, রবিবার বিকেলে বিধায়িকা অগ্নিমিত্রা পালকে যখন স্থানীয় এক ওয়ার্ডে দেখা যায়, তখনই কিছু বাসিন্দা তাঁকে মিষ্টি খাইয়ে বলেন — “দিদি, পাঁচ বছর পর আপনাকে ডুমুরের ফুলের মতো দেখতে পেয়ে আমরা খুশি! তবে বলুন তো, এই সময়ে এলাকায় কী কাজ হয়েছে?”
বাসিন্দাদের আরও প্রশ্ন — “বিধায়ক অফিস কোথায়? আমাদের সমস্যাগুলি জানাবো কোথায়? পাঁচ বছর ধরে তো কাউকে দেখা যায়নি।”
এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন।
তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,
“এটাই তো বিজেপির কাজ — মানুষকে ধাপ্পা দিয়ে ভোট নেওয়া, তারপর উধাও! শুধু অগ্নিমিত্রা পাল নন, কুলটির বিধায়ক অজয় পোদ্দারও এলাকায় কোথাও দেখা যায় না। ভোটের আগে এরা সকলে এসে নাটক করে, পরে ছায়াও থাকে না।”
স্থানীয়দের দাবি, রাস্তা, নিকাশি, পানীয় জল—সব দিক থেকেই এলাকায় অচলাবস্থা। বহুবার প্রশাসনের দরজায় কড়া নাড়লেও কোনো ফল মেলেনি। এখন ভোটের আগমুহূর্তে বিধায়িকার হঠাৎ সফরকে অনেকেই “ভোটবাজি” বলেই ব্যাখ্যা করছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনার প্রভাব পড়তে পারে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে, বিশেষ করে শহুরে ভোটারদের মনোভাবের ওপর।












