নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরের ওয়ার্ড নং ১৫-এর ভগত সিং নগরে প্রমোটারের বিরুদ্ধে প্রবল আন্দোলন শুরু হয়েছে। এলাকার মানুষের অভিযোগ, প্রমোটাররা রাস্তা বন্ধ করে পঞ্চিল (ফেনসিং) দিচ্ছে, যা জনসাধারণের চলাচলের ক্ষেত্রে বড় সমস্যার সৃষ্টি করছে। এলাকা জুড়ে রাস্তা বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলছে।
বৃষ্টির কারণে ভগত সিং নগরের হাজার হাজার মানুষের ব্যবহৃত রাস্তাটি ধসে পড়েছে। উঁচু নালার পাশে একটি ১০ ফুটের রাস্তা তৈরি করা হচ্ছে, কিন্তু এলাকাবাসী ৩০ ফুট রাস্তা করার দাবিতে বিক্ষোভ জানাচ্ছে। জমির মালিকের দাবি, ১০ ফুট জায়গা রাস্তায় ছেড়ে দেওয়ার পর আর অতিরিক্ত জায়গা দেওয়া সম্ভব নয়, তাই এলাকাবাসীর দাবি মেনে নেওয়া সম্ভব নয়।