নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর : পুরুলিয়া জেলার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের অধীনে আদ্রা গ্রাম পঞ্চায়েত অবশেষে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণের উদ্যোগ নিয়েছে। গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে থাকা এলাকার জরাজীর্ণ রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে।
বুধবার আনুষ্ঠানিকভাবে আদ্রা গ্রামের বেনা তালাব থেকে পৌর কর্পোরেশন হাই স্কুল রোড পর্যন্ত বছরের পর বছর ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা রাস্তার নির্মাণ কাজ শুরু হয়। আদ্রা গ্রাম পঞ্চায়েত প্রধান তুফান কুমার রায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ফিতা কেটে এবং নারকেল ভেঙে রাস্তা নির্মাণ কাজের সূচনা করেন।
তিনি জানান, পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় প্রায় ১৩ লক্ষ ৫৩ হাজার টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণের দাবি স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে করে আসছিলেন। নির্মাণ শেষে এই রাস্তা এলাকার মানুষের অনেক সুবিধা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য সরস্বতী বাউরি, রঘুনাথপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ডি মনোজ কুমার এবং গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা।