বীরভূম: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসন্তোষের পর বড় সিদ্ধান্ত! বীরভূমে অবৈধ বালু চোরাচালানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে কড়া বার্তা দেন তিনি। জেলা প্রশাসনের কাজে অসন্তোষ প্রকাশ করে বলেন, “বীরভূমে যেভাবে বালু চোরাচালান চলছে, তা বন্ধ করতে হবে। আমি জেলা প্রশাসকের কাজে সন্তুষ্ট নই!”
এসপি বদলি! রাতের অন্ধকারে চলল অভিযান
মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরেই আজ বীরভূমের পুলিশ সুপার (SP) বদলি করা হয়েছে। বিদায়ী এসপি-কে রাজ্য পুলিশের ট্রাফিক বিভাগের দায়িত্বে পাঠানো হয়েছে, আর তার জায়গায় পূর্ব বর্ধমানের এসপি অমনদীপ-কে বীরভূমের নতুন এসপি করা হয়েছে। একইসঙ্গে, সিআইডি-র এসএস সায়ক দাস-কে পূর্ব বর্ধমানের নতুন এসপি হিসেবে নিয়োগ করা হয়েছে।
নানুরে রাতভর অভিযান, বালুর লরি বাজেয়াপ্ত
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বীরভূমের জেলা শাসক বিধান রায় তৎপর হন। গতরাতেই নানুরের একাধিক অবৈধ বালু ঘাটে পুলিশি অভিযান চালানো হয়। বালু বোঝাই বহু ট্রাক ও লরি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশাসনের এই আকস্মিক অভিযানে চোরাচালান চক্রে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তৃণমূলের কড়া মনোভাব নাকি লোকদেখানো পদক্ষেপ?
রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তৃণমূল সরকার কি সত্যিই বালু মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নাকি জনগণের ক্ষোভ সামাল দিতেই এই লোকদেখানো অভিযান? বিরোধীদের দাবি, এই চক্রে শাসক দলের একাংশ জড়িত, তাই কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব নয়!