আসানসোল পুরনিগমে সাফাইকর্মীদের তীব্র বিক্ষোভ, সকাল থেকে কাজ সম্পূর্ণ বন্ধ

single balaji

আসানসোল:
শুক্রবার সকাল থেকেই আসানসোল পুরনিগমে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। সকাল প্রায় ৬টা নাগাদ আসানসোল পুরনিগমের অধীনে কর্মরত সাফাইকর্মীরা পুরনিগম ভবন ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা সম্পূর্ণভাবে কাজ বন্ধ রেখে পুরনিগম চত্বরে ধরনায় বসেন এবং এখনও সেখানে অবস্থান করছেন।

সাফাইকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) এর টাকা জমা দেওয়া হয়নি। এর পাশাপাশি তাঁরা স্থায়ী পরিচয়পত্র, মাসিক ১৫ হাজার টাকা বেতন, এবং ইএসআই (ESI) প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা সহ একাধিক ন্যায্য দাবিতে সরব হয়েছেন।

বিক্ষোভকারী কর্মীদের দাবি, তাঁরা একাধিকবার পুরনিগম প্রশাসনের কাছে তাঁদের সমস্যার কথা জানালেও কোনও কার্যকর সমাধান মেলেনি। প্রশাসনের এই লাগাতার অবহেলার কারণেই তাঁরা শেষ পর্যন্ত আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান কর্মীরা।

বিক্ষোভ চলাকালীন সাফাইকর্মীরা পুরনিগম প্রশাসনের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। তাঁদের এই কর্মবিরতির ফলে শহরের সাফাই ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

যদি আন্দোলন দীর্ঘস্থায়ী হয়, তাহলে শহরের বিভিন্ন এলাকায় আবর্জনা জমে স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত সমস্যা তৈরি হতে পারে বলেও মত প্রকাশ করছেন সচেতন নাগরিকরা। যদিও খবর লেখা পর্যন্ত পুরনিগম প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর।

ghanty

Leave a comment