অন্ডাল:
বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে ঘিরে দেখা গেল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। বিমানবন্দরে তাঁকে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা জানান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার-সহ দলের একাধিক শীর্ষ নেতা।
এদিন অন্ডাল বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সমীর ভট্টাচার্য, রকেট চট্টোপাধ্যায়, জ্যোতি সিং মাহাতো, সৌমিত্র খান সহ আরও বহু রাজ্যস্তরের নেতা ও কর্মীরা। ফুল, মালা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর চত্বর।
🗓️ দুর্গাপুরে দু’দিনের ব্যস্ত কর্মসূচি
অন্ডাল বিমানবন্দর থেকে নিতিন নবীন সরাসরি দুর্গাপুরে রওনা দেন। আজই তিনি দুর্গাপুরের চিত্ত্রালয় ময়দানে আয়োজিত ‘কমল মেলা’-র উদ্বোধন করবেন। সন্ধ্যায় তাঁর একাধিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
🙏 কালীবাড়িতে পুজো, তারপর গুরুত্বপূর্ণ বৈঠক
আগামীকাল সকালে নিতিন নবীন বিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেবেন। এরপর তিনি পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসবেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
👀 দুর্গাপুর থেকে কী বার্তা দেন নিতিন নাভিন, নজরে গোটা বাংলা
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিল্পাঞ্চল দুর্গাপুর থেকে নিতিন নবীন যে বার্তা দেবেন, তার দিকে নজর থাকবে গোটা রাজ্যের বিজেপি কর্মী-সমর্থকদের। সংগঠনকে আরও চাঙ্গা করা, বুথ স্তরে শক্তি বাড়ানো এবং বিরোধী রাজনীতির মোকাবিলায় রণকৌশল—সব মিলিয়ে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিজেপি সূত্রের খবর, নিতিন নবীনের এই সফরের মধ্য দিয়েই রাজ্যে নির্বাচনী প্রস্তুতির গতি আরও বাড়তে চলেছে।











