রানিগঞ্জ:
পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ থানার অন্তর্গত আমড়াসতা গ্রাম পঞ্চায়েতের বাঁশড়া চার নম্বর এলাকা থেকে সামনে এল এক হৃদয়বিদারক ও রহস্যঘেরা ঘটনা। দিদির বিয়ের আনন্দে সারারাত নাচ-গান করার পর এক তরুণীর আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোক ও চাঞ্চল্য।
মৃত তরুণীর নাম গীতা ভূঁইয়া (২০)। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের জানান, শনিবার গীতার দিদির বিয়ে ছিল। বাড়িতে উৎসবের আমেজ ছিল চরমে। গীতা সারা রাত বিয়ের অনুষ্ঠান, নাচ-গান ও আনন্দে সক্রিয়ভাবে অংশ নেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর রাতের খাবার খেয়ে তিনি ঘুমোতে যান।
সকালে না ওঠায় বাড়ে সন্দেহ
রবিবার সকাল হয়ে গেলেও গীতা ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে ডাকাডাকি করেন। কোনও সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন, তিনি অচেতন অবস্থায় শুয়ে রয়েছেন। মুহূর্তেই পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তড়িঘড়ি তাঁকে রানিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
পুলিশি তদন্ত শুরু, ময়নাতদন্তের অপেক্ষা
ঘটনার খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই অকাল মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই আকস্মিক মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা ও প্রশ্ন। স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ—তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
পুলিশ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ স্বপ্রণোদিতভাবে (সুয়ো মোটো) মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।











