আসানসোল:
আসানসোলের কুলটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৬০ নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর গ্রাম এলাকায় হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। এই কর্মসূচির আয়োজন করা হয় আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী ও বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারির উদ্যোগে।
রবিবার দুপুর প্রায় ১টা নাগাদ খোল-করতাল সহ হরিনাম সংকীর্তনের মাধ্যমে গ্রামে গ্রামে ঘুরে প্রতিটি বাড়িতে শ্রীমদ্ভাগবত গীতা বিতরণ করা হয়। পুরো কর্মসূচি জুড়ে গ্রামে এক আধ্যাত্মিক ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি, বিজেপি নেতা অভিজিৎ আচার্য, অমিত গোরাই সহ দলের একাধিক নেতা, কর্মী ও সমর্থকরা।
কর্মসূচির সূচনা হয় নিয়ামতপুর টোহোরাম এলাকা থেকে। সেখান থেকে লিথুরিয়া রোড অতিক্রম করে নিয়ামতপুর গ্রামে পৌঁছে প্রতিটি পরিবারকে শ্রীমদ্ভাগবত গীতার কপি প্রদান করা হয়। এই সময়ে গ্রামের বয়স্ক পুরুষ, বৃদ্ধা ও বাড়ির মহিলাদের হাতেও গীতা তুলে দেওয়া হয়।
চৈতালি তিওয়ারি জানান, শ্রীমদ্ভাগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং মানব জীবনের নৈতিকতা, কর্তব্য ও সত্যের পথ দেখানো এক মহান দর্শন। সমাজে মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দারা এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের উদ্যোগে নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা আরও দৃঢ় হবে।











