আসানসোলে গর্বের দৌড়! শতাধিক পড়ুয়াকে নিয়ে সফল ‘Asansol Pride Run 2026’

single balaji

আসানসোল:
আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ACCI)-র উদ্যোগে রবিবার সাফল্যের সঙ্গে সম্পন্ন হল ‘Asansol Pride Run 2026’। শহরের বিশিষ্ট সমাজসেবী প্রয়াত বুলু চ্যাটার্জির স্মৃতিতে আয়োজিত এই বিশেষ ৬ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় আসানসোলের বিভিন্ন স্কুলের শতাধিক ছাত্রছাত্রী।

সকাল ঠিক ৭টা ৩০ মিনিটে পোলো গ্রাউন্ড থেকে শুরু হয় এই দৌড়। শৃঙ্খলা, উদ্দীপনা ও ক্রীড়া-মনস্কতার এক অনন্য ছবি ধরা পড়ে গোটা রুট জুড়ে। দৌড় প্রতিযোগিতার শেষ হয় মুর্গাসোলের পি.সি. চ্যাটার্জি মার্কেটে, যেখানে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ছাত্রছাত্রীদের উৎসাহ, শারীরিক সক্ষমতা ও দলগত শৃঙ্খলা এই প্রাইড রানকে শহরের অন্যতম স্মরণীয় ক্রীড়া আয়োজনে পরিণত করে। অনেক অভিভাবক ও শিক্ষকও রুটের বিভিন্ন অংশে দাঁড়িয়ে পড়ুয়াদের উৎসাহ জোগান।

দৌড় শেষে সকাল ১০টায় পি.সি. চ্যাটার্জি মার্কেটে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সফল অংশগ্রহণকারীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়, যা পড়ুয়াদের মনোবল আরও বাড়িয়ে তোলে।

এই কর্মসূচিতে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন ACCI-র সভাপতি গৌরী শঙ্কর আগরওয়াল, সাধারণ সম্পাদক বিনোদ গুপ্ত, প্রোগ্রাম চেয়ারম্যান এস.এস. কীর (পিঙ্কি), চিফ অ্যাডভাইজার সচিন্দ্র নাথ রায় এবং সমন্বয়ক মনোজ কুমার সাহা। তাঁদের নেতৃত্ব ও সংগঠনের দক্ষ ব্যবস্থাপনাতেই অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজকদের মতে, এই ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার চেতনা, সুস্বাস্থ্য ও শৃঙ্খলাবোধ গড়ে তোলা, পাশাপাশি সমাজে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বদের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

সব মিলিয়ে Asansol Pride Run 2026 আসানসোল শহরের জন্য একটি অনুপ্রেরণামূলক, স্মরণীয় ও গর্বের অধ্যায় হয়ে থাকল।

ghanty

Leave a comment