কনকনে শীতে মানবিক মুখ, আসানসোলে ৯৯ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

single balaji

আসানসোল:
শিল্পাঞ্চল আসানসোলে ক্রমশ বাড়তে থাকা তীব্র শীতের কথা মাথায় রেখে মানবিক উদ্যোগ নিল ৯৯ ফাউন্ডেশন–৯৯ গ্রুপ। সংস্থার আসানসোল শাখার পক্ষ থেকে ব্রাঞ্চ হেড কানহাইয়া কুমার পাসওয়ান-এর নেতৃত্বে আসানসোলের অফিস প্রাঙ্গণে শীতের সঙ্গে লড়াই করা দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

বসন্ত পঞ্চমী উপলক্ষে আয়োজিত এই সমাজসেবামূলক কর্মসূচিতে প্রায় ১০০ জন দরিদ্র মহিলার হাতে কম্বল তুলে দেওয়া হয়। সংস্থার তরফে জানানো হয়, শৈত্যপ্রবাহের এই সময়ে কম্বল পেয়ে সাধারণ মানুষের অনেকটাই স্বস্তি মিলবে।

অনুষ্ঠান চলাকালীন আরও জানানো হয়, প্রতি শনিবার আসানসোল অফিসে ‘নর-নারায়ণ সেবা’ কর্মসূচির আওতায় খিচুড়ি ভোগের আয়োজন করা হয়, যেখানে বহু গরিব ও প্রান্তিক মানুষকে বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়।

এই প্রসঙ্গে আসানসোল ব্রাঞ্চ হেড কানহাইয়া কুমার পাসওয়ান বলেন, “৯৯ ফাউন্ডেশন–৯৯ গ্রুপ সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত। কম্বল বিতরণের পাশাপাশি নিয়মিতভাবে দরিদ্র মানুষের জন্য খাদ্য পরিষেবাও চালু রয়েছে।”

স্থানীয় বাসিন্দারা সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, কনকনে শীতের মধ্যে এই ধরনের সহায়তা অসহায় মানুষের কাছে আশীর্বাদস্বরূপ। আসানসোল এলাকায় সমাজসেবার ক্ষেত্রে ৯৯ ফাউন্ডেশন–৯৯ গ্রুপ যে ধারাবাহিকভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, এই উদ্যোগ তারই উজ্জ্বল উদাহরণ।

ghanty

Leave a comment