আসানসোল:
ফর্ম-৭ জমা ও এসআইআর (বিশেষ নিবিড় পুনরীক্ষণ) প্রক্রিয়া ঘিরে চলতে থাকা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এবার রাস্তায় নামল বামফ্রন্ট। এর আগে আসানসোলে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে তীব্র সংঘর্ষ, মারধর এবং পাল্টা মিছিলের ঘটনা সামনে এসেছিল। সেই আবহেই বৃহস্পতিবার আসানসোলে বামফ্রন্টের উদ্যোগে এক বিশাল পদযাত্রা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিন বামফ্রন্টের মিছিলটি আসানসোলের বিএনআর মোড় থেকে শুরু হয়ে মহকুমা শাসকের (এসডিও) দফতর পর্যন্ত পৌঁছয়। মিছিল জুড়ে বামপন্থী নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে গোটা এলাকা মুখরিত করে তোলেন। নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে একাধিক প্রতিবাদী স্লোগান ওঠে।
প্রতিবাদ সভা থেকে বামফ্রন্টের নেতা-কর্মীরা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় একাধিক অনিয়ম রয়েছে এবং সাধারণ মানুষকে অকারণে হয়রানির শিকার হতে হচ্ছে। ভোটার তালিকা সংশোধনের নামে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।
প্রতিবাদ কর্মসূচি শেষে বামফ্রন্টের পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপির মাধ্যমে এসআইআর প্রক্রিয়া অবিলম্বে সঠিক ও স্বচ্ছভাবে কার্যকর করার পাশাপাশি সাধারণ মানুষের হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ফর্ম-৭ ও এসআইআর ইস্যুকে কেন্দ্র করে আসানসোলে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি, তৃণমূলের পর এবার বামফ্রন্টের রাস্তায় নামা এই বিতর্ককে আরও জোরালো করে তুলেছে।











