কয়লা পাচার কাণ্ডে ফের সক্রিয় ইডি, বাংলায় ৭ জনকে পাঠানো হল সমন

single balaji

কলকাতা।
পশ্চিমবঙ্গে ফের সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট (ইডি)। বহু চর্চিত কয়লা পাচার মামলায় তদন্ত আরও জোরদার করে ৭ জনকে সমন পাঠিয়েছে ইডি। তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে।

ইডি সূত্রে জানা গেছে, এই সমনের মূল উদ্দেশ্য হল কয়লা পাচার থেকে আসা বেআইনি আয়ের উৎস এবং সেই টাকার প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা। তদন্তকারীরা জানতে চাইছেন, পাচার থেকে প্রাপ্ত অর্থ কোথায় কোথায় পাঠানো হয়েছে এবং কারা সেই টাকার ভাগ পেয়েছেন।

🔍 আয়ের উৎস ও আর্থিক লেনদেন খতিয়ে দেখছে ইডি

ইডির এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আগের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই ৭ জনকে তলব করা হয়েছে। তাঁদের আয়ের উৎস, ব্যাঙ্ক লেনদেন, ব্যবসায়িক যোগাযোগ এবং কয়লা ব্যবসার সঙ্গে সম্ভাব্য যোগসূত্র খুঁটিয়ে দেখা হবে।

🏛️ প্রভাবশালী ব্যক্তিদের দিকেও নজর

ইডি স্পষ্ট করেছে, তারা শুধু পাচারকারীদের মধ্যেই তদন্ত সীমাবদ্ধ রাখতে চায় না। এই বেআইনি অর্থচক্রের সঙ্গে বাংলার কোনও প্রভাবশালী ব্যক্তি যুক্ত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক ব্যবসায়ীর সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদে উঠে আসা নামগুলিকেই পর্যায়ক্রমে নোটিস পাঠানো হচ্ছে।

🚨 আই-প্যাক তল্লাশির পর থেকেই বাড়ল তৎপরতা

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাক (Indian Political Action Committee)-এর সল্টলেক অফিস এবং সংস্থার প্রধান প্রতীক জৈন-এর লাউডন স্ট্রিটের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই অভিযানের পর থেকেই রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

📊 এখনও পর্যন্ত ১৫ জনকে পাঠানো হয়েছে নোটিস

ইডি আধিকারিক জানিয়েছেন, কলকাতা ও ঝাড়খণ্ড-সংযুক্ত কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়েছে। তদন্ত ও প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে আগামী দিনে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থা।

ghanty

Leave a comment