আসানসোল:
আগামী ১২ জানুয়ারি ২০২৬, ভারতীয় দর্শন, আধ্যাত্মিকতা ও জাতীয়তাবাদের অন্যতম শ্রেষ্ঠ পুরোধা স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মজয়ন্তী দেশজুড়ে গভীর শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে পালিত হবে। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এই মহান সন্ন্যাসী, যিনি ভারতের যুবসমাজকে আত্মবিশ্বাস, আত্মসম্মান ও জাতি গঠনের পথে অনুপ্রাণিত করেছিলেন।
স্বামী বিবেকানন্দ ছিলেন একাধারে মহান আধ্যাত্মিক বিপ্লবী, দেশপ্রেমিক ও হিন্দু সনাতন ধর্মের অনন্য প্রেরণাস্রোত। তাঁর অমর বাণী—
“উঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না”
আজও যুবসমাজের কাছে এক অনুপ্রেরণার মন্ত্র। তিনি সর্বদা যুবকদের হিন্দু ধর্ম, ভারতীয় সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতি দৃঢ় আস্থাশীল থাকার বার্তা দিয়েছিলেন।

স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে পশ্চিমবঙ্গ ছিল হিন্দু সংস্কৃতি ও সভ্যতার প্রাণকেন্দ্র। তবে বর্তমান সময়ে তোষণমূলক রাজনীতির প্রভাবে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সভ্যতা ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে—এমন অভিযোগ উঠছে বিভিন্ন মহলে।
এই পরিস্থিতিতে জাতীয় যুব দিবস উপলক্ষে (১২ জানুয়ারি) বাংলায় হারিয়ে যেতে বসা হিন্দু সংস্কৃতি ও সভ্যতাকে পুনর্জাগরিত করার লক্ষ্যেই আসানসোলের বিশিষ্ট সমাজসেবী ও উদ্যমী বিজেপি নেতা শ্রী কৃষ্ণ প্রসাদ এক বিরাট ও বর্ণাঢ্য বাইক র্যালির আয়োজন করেছেন।
এই মহা বাইক র্যালি অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি ২০২৬, সকাল ৯টা নাগাদ,
আসানসোলের মা ঘাঘরবুড়ি মন্দিরে পূজা-অর্চনার মাধ্যমে সূচনা হয়ে। সেখান থেকে ঢাক, কাঁসর, শঙ্খধ্বনি ও বিবেকানন্দের আদর্শে উজ্জীবিত স্লোগানের মধ্য দিয়ে র্যালিটি পৌঁছাবে স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরে।
আয়োজকদের দাবি, এই র্যালির মাধ্যমে যুবসমাজকে সনাতন চেতনা, জাতীয় গর্ব ও আত্মমর্যাদার বার্তা দেওয়া হবে। আসানসোল-সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক যুবক ও সাধারণ মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
উদ্যমী বিজেপি নেতা শ্রী কৃষ্ণ প্রসাদ সকল সম্মানীয় নাগরিক ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন,
স্বামী বিবেকানন্দের প্রতি প্রকৃত শ্রদ্ধা ও সম্মান জানাতে এই ঐতিহাসিক বাইক র্যালিতে অংশগ্রহণ করে একে সফল করে তুলুন।
স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই বাইক র্যালি আসানসোলে শুধু একটি কর্মসূচি নয়, বরং বঙ্গের সংস্কৃতি, যুবশক্তি ও সনাতনী চেতনার পুনর্জাগরণের প্রতীক হয়ে উঠতে চলেছে।











