আসানসোল: আচমকাই কেন্দ্রীয় জিএসটি দপ্তরের অভিযানে চাঞ্চল্য ছড়াল শিল্পনগরী আসানসোলে। বৃহস্পতিবার আসানসোলের সেনরালে ও এথোড়া এলাকায় অবস্থিত দুটি পৃথক শিল্প প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় অভিযান চালান জিএসটি আধিকারিকরা।
সূত্রের খবর, সাকসেস সেলিং অ্যান্ড সার্ভেয়ার প্রাইভেট লিমিটেড এবং ইভিএম ভিজিল্যান্স সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর ফ্যাক্টরি ও গোডাউনে একযোগে এই অভিযান চলে। হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে জিএসটি আধিকারিকদের ফ্যাক্টরির ভেতরে ঢুকতে দেখে কর্মরত শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমনই হয় যে, ভয়ে বহু শ্রমিক কাজ ফেলে সেখান থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, এই দুই সংস্থা আগেও কয়েক মাস আগে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে জিএসটি অভিযানের মুখে পড়েছিল। তার পরেও ফের একই প্রতিষ্ঠানে অভিযান হওয়ায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তকারী আধিকারিকরা কি সংস্থার নথিপত্র, কর জমা, লেনদেন কিংবা হিসাব সংক্রান্ত কোনও গুরুতর অসঙ্গতি খুঁজে পাচ্ছেন— তা নিয়েই জল্পনা তুঙ্গে।
যদিও অভিযানের বিষয়ে জিএসটি দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে বারবার অভিযান চালানোয় বিষয়টি যে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, তা স্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিল্পাঞ্চলে এই ধরনের হানা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, অভিযানের জেরে গোটা এলাকা জুড়ে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে দীর্ঘক্ষণ ধরে নথি খতিয়ে দেখা ও জিজ্ঞাসাবাদ চলে বলে জানা গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে মুখ খোলা হবে না বলেই ইঙ্গিত মিলেছে।











