কর্তব্যরত অবস্থায় পানাগড়ে আরপিএফ কর্মীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রেল চত্বরে

single balaji

পানাগড়: কর্তব্যরত অবস্থায় এক আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) কর্মীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পানাগড় স্টেশনে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত প্রায় দশটা নাগাদ, পানাগড় স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রেল লাইনের কাছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডিউটির মধ্যেই ওই আরপিএফ কর্মীর মৃত্যু হয় রেল লাইনে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পানাগড় স্টেশনের আরপিএফ কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হন আরপিএফ-এর ঊর্ধ্বতন আধিকারিকরাও। পরে বিষয়টি জানানো হয় জিআরপি-কে।

জিআরপি ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এই মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আত্মহত্যা না কি অন্য কোনও কারণ—সব দিক খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। স্টেশনের সিসিটিভি ফুটেজ, ডিউটি রোস্টার এবং কর্মীর ব্যক্তিগত তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

এই ঘটনায় আরপিএফ-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। সহকর্মীদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া। কর্মরত অবস্থায় একজন নিরাপত্তারক্ষীর এভাবে মৃত্যু রেল সুরক্ষা ব্যবস্থা ও কর্মীদের মানসিক চাপ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

রেল সূত্রে জানা গিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে।

দ্রষ্টব্য: মানসিক চাপ বা হতাশায় ভুগলে একা না থেকে সাহায্য নিন। প্রয়োজনে নিকটবর্তী কাউন্সেলিং পরিষেবা বা বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে কথা বলুন।

ghanty

Leave a comment