আসানসোলে বন্দনা উৎসবে খেলাধুলার উচ্ছ্বাস, আদিবাসী যুবদের ফুটবল প্রতিযোগিতা

single balaji

আসানসোল:
আদিবাসী সমাজের কাছে আস্থা, সংস্কৃতি ও পরম্পরার প্রতীক হিসেবে বিবেচিত বন্দনা পর্ব সারা বছর ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আদিবাসী মানুষজন। এই উৎসবকে কেন্দ্র করে আদিবাসী সমাজের নারী-পুরুষরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নাচ-গানে মেতে ওঠেন এবং উপভোগ করেন নানান প্রকারের ঐতিহ্যবাহী খাবার।

ওন্দনা পর্ব উপলক্ষে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পালের উদ্যোগে আসানসোল দক্ষিণের মণ্ডল-৩ এলাকায় আদিবাসী সমাজকে নিয়ে এক বিশেষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ব্যতিক্রমী উদ্যোগ আদিবাসী যুবসমাজের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

প্রতিযোগিতা শুরুর আগে আদিবাসী সমাজের গুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়, যেখানে একাধিক আদিবাসী ফুটবল ক্লাব অংশগ্রহণ করে।

এই উপলক্ষে বিধায়ক অগ্নিমিত্রা পাল অংশগ্রহণকারী আদিবাসী ফুটবল ক্লাবগুলির হাতে ফুটবল তুলে দেন, যাতে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়ে। পাশাপাশি আদিবাসী সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত ঢামসা ও মাদল—এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রও আদিবাসী শিল্পীদের উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে আদিবাসী ছন্দের তালে নিজেও নাচে অংশ নেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপস্থিত মানুষের উৎসাহ দ্বিগুণ হয়ে ওঠে এবং গোটা অনুষ্ঠানটি উৎসবের রঙে রাঙিয়ে ওঠে।

ওন্দনা পর্ব উপলক্ষে এই আয়োজন আদিবাসী সংস্কৃতি, খেলাধুলা ও ঐতিহ্যকে এক মঞ্চে এনে সামাজিক সম্প্রীতি ও উৎসবের আবহ তৈরি করেছে বলে মত স্থানীয়দের। আদিবাসী সমাজের মানুষজন এই উদ্যোগের জন্য বিধায়ককে কৃতজ্ঞতা জানান।

ghanty

Leave a comment