নিয়ামতপুর | আসানসোল:
দীর্ঘদিনের জলজট ও নিকাশি সমস্যার অবসান ঘটতে চলেছে নিয়ামতপুরের ৫৯ নম্বর ওয়ার্ডে। আসানসোল পৌর নিগমের কুলটি বরোর অন্তর্গত এই ওয়ার্ডের একাধিক এলাকায় অবশেষে শুরু হল বহুল প্রতীক্ষিত ড্রেন নির্মাণের কাজ। প্রায় ৭৬ লক্ষ টাকা ব্যয়ে এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা হওয়ায় খুশির হাওয়া এলাকাজুড়ে।
ওয়ার্ড সূত্রে জানা গেছে, মাস্টার পাড়া, টাওয়ার মহল্লা, সৌদাগার মহল্লা এবং ভুকানিয়া পেট্রল পাম্প সংলগ্ন এলাকা—এই সব পাড়ায় দীর্ঘদিন ধরেই ড্রেনের অভাবে বর্ষা এলেই জল জমে থাকত। নোংরা জল, দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠতেন স্থানীয় বাসিন্দারা। বহুবার অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছিল না।
অবশেষে ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেনের উদ্যোগে আজ থেকে সেই সমস্যার সমাধানের কাজ শুরু হল। কাউন্সিলর জানান, আধুনিক নকশায় পাকা ড্রেন নির্মাণ করা হবে, যাতে ভবিষ্যতে জলনিকাশ নিয়ে আর কোনো সমস্যা না হয়। কাজের গুণগত মান বজায় রাখতে নিয়মিত তদারকিও করা হবে বলে আশ্বাস দেন তিনি।
ড্রেন নির্মাণের কাজ শুরু হতেই এলাকাবাসীরা কাউন্সিলরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের বক্তব্য, এই ড্রেন হল তাঁদের পাড়ায় প্রথম পরিকল্পিত নিকাশি ব্যবস্থা, যা এলাকার স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নে বড় ভূমিকা নেবে।











