অবৈধ জুয়ার আসর ঘিরে তাণ্ডব, ইট-পাথর ও ধারালো অস্ত্রের হামলায় আহত ৪

single balaji

আসানসোল | পশ্চিমবঙ্গ

আসানসোল উত্তর থানার অন্তর্গত আজাদ বস্তি এলাকায় গভীর রাতে চরম উত্তেজনার সৃষ্টি হল। শুক্রবার রাত প্রায় ১০টা ৩০ মিনিট নাগাদ জুয়াড়িদের ঝগড়াকে কেন্দ্র করে তলোয়ার, লোহার রড ও ইট-পাথরের হামলায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এই ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত, যাঁরা বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন

ঘটনাকে কেন্দ্র করে ফাইজ-ই-আম ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন মহম্মদ তান্নু। অভিযোগে তিনি জানান, এলাকার বাসিন্দা সুরজ, সমীর, বান্টি, রাজ, জেলানি, শামু, খালিল ও আমিল, তাঁদের সঙ্গে আরও প্রায় ১০ জন অজ্ঞাত ব্যক্তি এই হামলায় জড়িত।

🎲 অবৈধ জুয়ার আড্ডা থেকেই অশান্তির সূত্রপাত

অভিযোগ অনুযায়ী, সুরজ দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি অবৈধ জুয়ার আসর চালায়, যেখানে নিয়মিত জুয়াড়িদের আনাগোনা রয়েছে এবং মাদক কেনাবেচাও হয় বলে দাবি স্থানীয়দের। শুক্রবার গভীর রাতে ওই জুয়ার আসরে দুই জুয়াড়ির মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়।

ঝগড়া করতে করতেই তারা পৌঁছে যায় সেই জায়গায়, যেখানে নাসিম র‌্যাকেট খেলছিলেন। ঝামেলা চলতেই থাকায় নাসিম তাদের অন্যত্র যেতে বলেন। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে সুরজ নাসিমের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। প্রথমে কথাকাটাকাটি হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়।

⚔️ তলোয়ার নিয়ে হামলা, ইট-পাথরে ঝাঁঝরা এলাকা

অভিযোগে আরও বলা হয়েছে, সুরজ তার ভাইদের খবর দিলে তারা সহযোগীদের নিয়ে তলোয়ার ও লোহার রড হাতে ঘটনাস্থলে এসে নাসিমের উপর চড়াও হয়। হামলায় ব্যাপকভাবে ইট ও পাথর ছোড়া হয়। এতে মহম্মদ তান্নু, নাসিম, শামীম ও তানভির গুরুতর আহত হন।

🚓 এলাকায় পুলিশ মোতায়েন, চরম আতঙ্ক

ঘটনার পর শনিবার গোটা এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বড় সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুরজ দীর্ঘদিন ধরে এলাকায় দাদাগিরি চালাচ্ছে এবং প্রায়ই মারামারিতে জড়িয়ে পড়ে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে, অভিযুক্ত পক্ষের আত্মীয় সালিম দাবি করেছেন, ঘটনাটি মূলত জুয়াড়ি ও মদ্যপদের মধ্যে বিবাদ থেকেই শুরু হয়, পরে তা বাড়াবাড়ি আকার নেয়। তাঁর দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ।

ghanty

Leave a comment