আসানসোলের BNR মোড়ে অটো–টোটো চালকদের তুমুল সংঘর্ষ, আধঘণ্টা অচল এলাকা

single balaji

আসানসোল |
আসানসোল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও নিরাপত্তা-সংবেদনশীল এলাকা BNR মোড়ে শনিবার প্রকাশ্য রাস্তায় টোটো ও অটোচালকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মূল সড়কের মাঝখানেই আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে একে অপরের ওপর লাথি-ঘুষি চালাতে দেখা যায় দুই পক্ষকে।

প্রায় আধঘণ্টা ধরে গোটা BNR এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে, আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন পথচারী ও যাত্রীরা।

পুলিশ ও ট্রাফিক বিভাগের চরম ব্যর্থতা

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষ থামাতে ট্রাফিক পুলিশ বা আসানসোল সাউথ থানার কোনো পুলিশকর্মীকেই ঘটনাস্থলে দেখা যায়নি। অথচ ঘটনাস্থল থেকে মাত্র কয়েকশো মিটার দূরত্বেই রয়েছে আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারের দপ্তর, পুলিশ লাইন এলাকা, আদালত চত্বর এবং আসানসোল জেল

এমনকি যেখানে এই ঘটনা ঘটে, তার একেবারে কাছেই রয়েছে একটি ট্রাফিক পুলিশের বুথ, যেখানে সাধারণত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা উপস্থিত থাকেন। তবুও কীভাবে এত বড় সংঘর্ষ প্রকাশ্যে চলতে পারল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

কীভাবে শুরু হয় সংঘর্ষ? আহত চালকের বয়ান

এই ঘটনায় আহত মহম্মদ সিমবাদ জানান, তিনি বুদা এলাকার বাসিন্দা। শনিবার তিনি যাত্রী নিয়ে নিজের অটো করে হাটুন রোডের দিকে যাচ্ছিলেন। BNR সিগন্যালে গাড়ি দাঁড় করানোর পর সিগন্যাল সবুজ হলে তার সামনে থাকা একটি টোটো (BNR–বার্নপুর রুটের) রাস্তা ছাড়তে বলেন।

এই কথা বলতেই টোটোচালক তার সঙ্গে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ জানালে টোটোচালক তাকে সিগন্যালেই আটকে রেখে নিজের কয়েকজন সঙ্গীকে ডেকে আনে এবং নির্মমভাবে মারধর করে

মুহূর্তেই সংঘর্ষে জড়ায় দুই পক্ষ

এরপর অটোচালকও নিজের সহকর্মীদের ডেকে নেন। মুহূর্তের মধ্যেই BNR মোড়ে টোটো ও অটোচালকদের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়। লাথি, ঘুষি ও ধাক্কাধাক্কিতে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে সাধারণ মানুষ আতঙ্কে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের প্রশ্ন—শহরের এত গুরুত্বপূর্ণ এলাকায় যদি এইভাবে আইনশৃঙ্খলা ভেঙে পড়ে, তাহলে সাধারণ এলাকাগুলোর অবস্থা কী?

স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং BNR মোড়ে স্থায়ী পুলিশ ও ট্রাফিক নজরদারি নিশ্চিত করতে হবে।

ghanty

Leave a comment