জামুড়িয়ার শিল্পাঞ্চলে রক্তাক্ত সংঘর্ষ, সুপারভাইজারকে মারধরের অভিযোগ

single balaji

জামুড়িয়া |
জামুড়িয়া শিল্পাঞ্চল থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। একটি কারখানায় সুপারভাইজার ও ঠিকাদারের মধ্যে বিবাদ হঠাৎই ভয়াবহ হিংসাত্মক সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনায় গুরুতরভাবে আহত হন এক সুপারভাইজার। ঘটনার পর জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় জামুড়িয়ার জাদুডাগা এলাকার বিএসটি কারখানায়। জানা গেছে, ওই কারখানার সুপারভাইজার সঞ্জয় চার এবং ঠিকাদার মিথুন মাজি-র মধ্যে কাজ সংক্রান্ত একটি বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বিবাদ হাতাহাতিতে পরিণত হয়।

অভিযোগ, ঠিকাদার মিথুন মাজি তাঁর প্রায় আধ ডজন সহযোগীকে সঙ্গে নিয়ে কারখানা চত্বরে সঞ্জয় চারের উপর চড়াও হন। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় সঞ্জয় চারকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে মারধরের দৃশ্য দেখা যাচ্ছে। তবে এই ভিডিওর সত্যতা আমরা নিশ্চিত করছি না।

আহত সঞ্জয় চারের দাবি, ঠিকাদার তাঁকে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। তিনি সেই নির্দেশ মানতে অস্বীকার করায় তাঁর উপর হামলা চালানো হয়। ঘটনার পর শুক্রবার সকালে জামুড়িয়া থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত ঠিকাদার মিথুন মাজি পলাতক বলে জানা গেছে। তাঁর প্রতিক্রিয়া জানার জন্য ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

স্থানীয় শিল্পাঞ্চলে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

ghanty

Leave a comment