আসানসোল: রোড বোঝাই ট্রাক নিয়ে পালানোর চেষ্টায় বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন এক যুবক। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুরের শান্তিনগর এলাকায়। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচেন ট্রাকচালক ও আশপাশের বাসিন্দারা। গোটা ঘটনার পিছনে পারিবারিক বিবাদ ও বেআইনি রোড বিক্রির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতপুরের শান্তিনগরের বাসিন্দা বিনয় শর্মা ও তাঁর ছোট ভাই সঞ্জয় শর্মার মধ্যে বুধবার রাতে বাড়িতে তীব্র ঝগড়া হয়। ঝগড়ার পর সঞ্জয় শর্মা বাড়ি ছেড়ে বেরিয়ে যান এবং রোড বোঝাই একটি ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন। সেই সময়ই ঘটে দুর্ঘটনা।
বৃহস্পতিবার সকালে বিনয় শর্মা নিয়ামতপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে জানান, তাঁর ছোট ভাই আগে ট্রাক থেকে প্রায় এক কুইন্টাল রোড বিক্রি করে দেয়। এরপর ট্রাক নিয়ে পালাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটিয়েছে বলে তাঁর অভিযোগ।
ঘটনার বিবরণ দিতে গিয়ে জানা যায়, বুধবার গভীর রাতে ট্রাক নিয়ে যাওয়ার সময় সঞ্জয় শর্মা নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়িতে সজোরে ধাক্কা মারেন। ধাক্কার ফলে পাশের দুটি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি রাস্তার ধারের একটি ড্রেন ভেঙে ট্রাকের চাকা ঢুকে যায়। এই কারণেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রাক ও ট্রাকচালক—এমনটাই মনে করছেন স্থানীয়রা।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বেআইনি ভাবে রোড বিক্রি ও ট্রাক নিয়ে পালানোর অভিযোগ কতটা সত্য, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও বড় কোনও প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে রাতের অন্ধকারে ভারী যানবাহন নিয়ে এভাবে বেপরোয়া চলাচল নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।











