বাংলাদেশি পণ্য বয়কটের ডাক, বরাকরে বিশ্ব হিন্দু পরিষদ–বজরং দলের প্রতিবাদ

single balaji

বরাকর: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে গোটা ভারতজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। সেই ধারাবাহিকতায় বুধবার বরাকরে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে শুধু বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরাই নন, বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মিছিলটি বরাকর রেলস্টেশন চত্বর থেকে শুরু হয়ে বাজার এলাকা অতিক্রম করে বেগুনিয়া মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল এগোতে থাকতেই দলে দলে মানুষ এতে যোগ দেন। গোটা এলাকাজুড়ে বাংলাদেশ বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। এই সময় বাংলাদেশের কার্যনির্বাহী প্রধান মুহাম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করা হয়।

এ বিষয়ে রাম সিংপিন্টু কুমার প্রিয়দর্শী যৌথভাবে জানান, বাংলাদেশে যা ঘটছে, তা আজ গোটা বিশ্বের কাছে পরিচিত। সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর একের পর এক বর্বর অত্যাচার চালানো হচ্ছে, যার নিন্দা যতই করা হোক কম। তাঁদের অভিযোগ, বাংলাদেশের কট্টরপন্থীরা পুলিশ প্রশাসনের তোয়াক্কা না করে সংখ্যালঘু হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে মারধর করে এবং আধমরা অবস্থায় পুড়িয়ে হত্যা করে। এই ঘটনা মানবতাকে লজ্জায় ফেলে দিয়েছে।

তাঁরা আরও বলেন, শুধু তাই নয়—বাড়ির মধ্যে শিশু কন্যাদের আটকে রেখে আগুন ধরিয়ে দেওয়ার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে, যাতে এক শিশুর মৃত্যু হয়েছে। এর থেকে বেশি হৃদয়বিদারক ও দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু হতে পারে না। এই সমস্ত ঘটনার জেরে গোটা দেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।

বক্তারা জানান, এই ধরনের জঘন্য অপরাধ শুধুমাত্র অপরাধপ্রবণ মানসিকতার মানুষই করতে পারে। এই অন্যায়ের বিরুদ্ধেই এই প্রতিবাদ মিছিল। তাঁরা সাধারণ মানুষের কাছে আবেদন জানান—বাংলাদেশি পণ্য বা পরিষেবা যেন কেউ ব্যবহার না করেন, যাতে এই প্রতিবাদ আরও জোরালো হয়।

এই মিছিলের মাধ্যমে বরাকর থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—বাংলাদেশে হিন্দু নির্যাতন অবিলম্বে বন্ধ না হলে প্রতিবাদ আরও তীব্র আকার নেবে।

ghanty

Leave a comment