আসানসোল: বেতন বকেয়া, বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে আসানসোল পুরনিগমের অধীনে কর্মরত আরবান আশা কর্মীদের আন্দোলন মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য চলবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা নিয়মিত বেতন পাচ্ছেন না, যার ফলে চরম আর্থিক সংকটে পড়তে হচ্ছে তাঁদের।
সোমবার আরবান আশা কর্মীরা আসানসোল পুরনিগমে একটি স্মারকলিপি জমা দেন। সেই স্মারকলিপিতে সময়মতো বেতন প্রদান, পারিশ্রমিক বৃদ্ধি, চিকিৎসা সংক্রান্ত নিরাপত্তা ও কাজের স্বীকৃতিসহ একাধিক দাবি তুলে ধরা হয়। স্মারকলিপি জমা দেওয়ার পরই আন্দোলনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী,
👉 মঙ্গলবার আসানসোল পুরনিগমের প্রধান দপ্তরের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন আরবান আশা কর্মীরা।
👉 বুধবার সুকান্ত ময়দানে অবস্থিত আসানসোল পুরনিগমের প্রধান স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হবে।
👉 বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (সিএমও) দপ্তরের সামনে আন্দোলন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্দোলনকারী কর্মীদের বক্তব্য, “আমরা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থেকেও দিনের পর দিন বেতন না পেয়ে কাজ করে চলেছি। সংসার চালানো এখন দায় হয়ে দাঁড়িয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।”
উল্লেখ্য, শহরের বস্তি ও নিম্ন আয়ের এলাকায় স্বাস্থ্য সচেতনতা, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থায় আরবান আশা কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের আন্দোলনের ফলে শহরের স্বাস্থ্য পরিষেবায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রশাসনিক সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আলোচনা চালানোর উদ্যোগ নেওয়া হতে পারে। তবে আন্দোলনকারী কর্মীরা জানিয়ে দিয়েছেন, লিখিত আশ্বাস ও বাস্তব পদক্ষেপ ছাড়া তাঁরা কর্মসূচি প্রত্যাহার করবেন না।











