কাঁকসা (দুর্গাপুর):
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের বিরুডিহা গ্রামে এক মহিলা বুথ লেভেল অফিসার (BLO)-কে হেনস্তা ও শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, এলাকার এক মদ্যপ যুবক কর্তব্যরত অবস্থায় ওই মহিলা BLO-র উপর চড়াও হয়।
ঘটনায় আক্রান্ত BLO মায়া কোনার কাঁকসা ব্লক উন্নয়ন আধিকারিক (BDO)-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরই বিষয়টি কাঁকসা থানাকে জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন BDO। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম গঙ্গা বাগদি, তিনি প্রয়াত দুলাল বাগদির ছেলে। আক্রান্ত মায়া কোনার বিরুডিহা আইসিডিএস কেন্দ্রের কর্মী এবং একই সঙ্গে পার্ট নম্বর ২৬১-এর বুথ লেভেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
কাঁকসা ব্লক উন্নয়ন আধিকারিক সৌরভ গুপ্ত জানিয়েছেন, “আইসিডিএস কর্মী ও BLO মায়া কোনারের উপর হামলার লিখিত অভিযোগ আমার কাছে জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানাকে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত যুবক আশঙ্কা করছিলেন যে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। যদিও প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, তাঁর নাম ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকায় রয়েছে। এই ভুল আশঙ্কা থেকেই তিনি উত্তেজিত হয়ে হামলা চালান বলে অনুমান প্রশাসনের।
ঘটনার পর থেকে মায়া কোনার মানসিকভাবে ভীত ও আতঙ্কগ্রস্ত রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, BLO-দের নিরাপত্তা নিয়ে কোনওরকম আপস করা হবে না এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রশাসনিক কর্মীদের নিরাপত্তা এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় যুক্ত কর্মীদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।











