অণ্ডাল:
ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে (ইসিএল) বারবার বেতন বিলম্ব ও সানডে কাটতির অভিযোগে আজ বাঁকোলা মহা-ব্যবস্থাপক দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়ল KKSC শ্রমিক সংগঠন। সকাল থেকেই শ্রমিকদের একাংশ ব্যানার-ফেস্টুন নিয়ে দফতরের সামনে জড়ো হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
KKSC বাঁকোলা এরিয়া সম্পাদক সুজিত চক্রবর্তী জানান—
“ইসিএল জুড়ে আজ বেতন সমস্যায় চরম অসন্তোষ। গত কয়েক মাস ধরে সময়মতো বেতন পাওয়া যাচ্ছে না। ম্যানেজমেন্টের সঙ্গে সাম্প্রতিক JCC বৈঠকে জানানো হয়েছে যে ১২ তারিখে অর্ধেক বেতন এবং ২২ তারিখে পূর্ণ বেতন দেওয়া হবে। কিন্তু বছরের পর বছর শ্রমিকরা ২ থেকে ৫ তারিখেই বেতন পান—তাহলে এখন বিলম্ব কেন? এর কোনও স্পষ্ট জবাব ইসিএল ম্যানেজমেন্ট দিচ্ছে না।”
তিনি আরও জানান যে বেতন বিলম্বের ফলে হাজার হাজার শ্রমিকের সংসারে আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্কুল ফি, লোন EMI, বাজার-খরচ—সব ক্ষেত্রেই চাপ বাড়ছে। “এই অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ তো হবেই,” বলেন তিনি।
KKSC এরিয়া সভাপতি বলয় বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন—
“ম্যানেজমেন্ট ইচ্ছে করেই যুক্তিহীন নীতি চাপিয়ে দিচ্ছে। সানডে কাটতির নামে শ্রমিকদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো হচ্ছে। আমরা চাই—অবিলম্বে নিয়মিত ও সময়মতো বেতন দেওয়া হোক। নইলে আন্দোলন আরও তীব্র হবে।”
আজকের বিক্ষোভে উপস্থিত ছিলেন—
- সুজিত চক্রবর্তী, এरिया সম্পাদক
- বলয় বন্দ্যোপাধ্যায়, এरिया সভাপতি
- হরি রাজভর, বাঁকোলা কোলিয়ারি সম্পাদক
- জয়দীপ বন্দ্যোপাধ্যায়, শ্যামসুন্দরপুর কোলিয়ারি
- আশীষ রায় চৌধুরী, শংকরপুর সম্পাদক
- রাম চরিত্র পাসওয়ান, ছোটা অঞ্চল সভাপতি
শ্রমিকদের দাবি—
✔ নিয়মিত সময়ে বেতন
✔ সানডে কাটতির অবিলম্বে প্রত্যাহার
✔ ম্যানেজমেন্টের স্বচ্ছ নীতি
✔ শ্রমিকদের সঙ্গে বৈঠক ও সমাধানের রোডম্যাপ ঘোষণা
বিক্ষোভ প্রতিবাদ চলতে থাকায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়ায়। KKSC স্পষ্ট জানিয়েছে—তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন ডাকা হবে।












