আসানসোল: শহরের রাস্তায় দুর্ঘটনা রুখতে ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবার আরও কঠোর হল আসানসোল নর্থ ট্রাফিক গার্ড। শুক্রবার আসানসোলের ব্যস্ত জুবিলি মোড় এলাকায় চালানো বিশেষ অভিযানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এক চালককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, জুবিলি মোড়ে নিয়মিত যানবাহন তল্লাশির সময় একটি গাড়িকে সন্দেহজনকভাবে আটকানো হয়। এরপর মেশিনের মাধ্যমে শ্বাস-পরীক্ষা (ব্রেথ অ্যানালাইজার টেস্ট) করা হলে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত চালক ও তার গাড়িকে আটক করে আসানসোল নর্থ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এই বিষয়ে আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের অফিসার-ইন-চার্জ রফিকুল ইসলাম জানান,
“শুধু একদিনের জন্য নয়, আগামী দিনগুলোতেও এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। শহরের রাস্তায় নিরাপত্তা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।”
🚔 দুর্ঘটনা রুখতেই প্রশাসনের কড়া বার্তা
শহরে ক্রমবর্ধমান পথ দুর্ঘটনার অন্যতম বড় কারণ হিসেবে উঠে এসেছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। তাই সেই বিপজ্জনক প্রবণতাকে নির্মূল করতে এবার আর কোনও রকম আপস নয়—এই বার্তাই স্পষ্ট করে দিল ট্রাফিক বিভাগ।
স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, এই ধরনের অভিযান আরও জোরদার হলে বহু নিরীহ মানুষের জীবন রক্ষা পাবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভবিষ্যতে শুধু রাত নয়, দিনেও বিভিন্ন মোড়ে হঠাৎ হঠাৎ এই ধরনের কড়া অভিযান চালানো হবে।












