কুলটি: সেল গ্রোথ ওয়ার্কস টাউনশিপের নেহরু খেল মাঠ আজ পরিণত হল রঙিন উৎসবের মঞ্চে। প্রিয়দর্শিনী পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব জমজমাট উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হল। সকাল থেকেই মাঠে ছিল খুশির ঝলক, ঢাক-ঢোলের তালে শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা টাউনশিপ এলাকা।
পতাকা উত্তোলন করেন সেল গ্রোথ ওয়ার্কস-এর ইডি অনিল কুমার, সিজিএম এস ঘোষ ও স্কুলের প্রিন্সিপাল রাকেশ তিওয়ারি। জাতীয় সঙ্গীতের পর মশাল জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা ঘোষণা করেন ইডি অনিল কুমার। স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য কে কে তিওয়ারির আশীর্বাদে পিপিএস স্কুল আজ জেলা ও রাজ্যে সাফল্যের শীর্ষে—গত বছর রাজ্যের দ্বিতীয় টপার বেরোনো এই স্কুলেরই বড় অর্জন।
শিশুরা নৃত্য-নাটিকার মাধ্যমে ভারতীয় সংস্কৃতির রঙিন চিত্র তুলে ধরে ‘ঐক্যেই শক্তি’—এই বার্তা পৌঁছে দেয়। রঙিন পোশাকে শিশুদের ইন্দ্রধনুষি পরিবেশনা অভিভাবকদের মন জয় করে নেয়। করতালির শব্দে যেন থরথর করে ওঠে পুরো নেহরু মাঠ। পরে শিক্ষার্থীরা চমৎকার ফ্ল্যাগ মার্চ করে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইডি অনিল কুমার বলেন,
“খেলাধুলা শুধু শরীর নয়, মানসিক শক্তি ও শৃঙ্খলারও শিক্ষা দেয়। গ্রাম থেকে উঠে আসা খেলোয়াড়ই আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করে।”
এদিন এজিএম জেড আদিল, বরো চেয়ারম্যান চৈতন্য মাজি, টি এম সি হিন্দি সেলের সভাপতি প্রেমনাথ সাও, রাকেশ চৌবে সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে বর্ণময় ও স্মরণীয়।
শিশুদের উচ্ছ্বাস, অভিভাবকদের ভিড়, আর সংস্কৃতির রঙে রাঙা এই ক্রীড়া উৎসব কুলটির মানুষের মনে দীর্ঘদিন স্মৃতির পাতায় স্থান করে নেবে।












