দিল্লি বিস্ফোরণের পর আসানসোল স্টেশনে হাই অ্যালার্ট, প্রতিটি কোণে চলছে তল্লাশি অভিযান

single balaji

দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর গোটা দেশের নিরাপত্তা সংস্থাগুলির পাশাপাশি আসানসোল রেলওয়ে স্টেশনেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার রাত থেকেই রেল পুলিশ (GRP), আরপিএফ (RPF) এবং রেল প্রশাসন যৌথভাবে পুরো স্টেশন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।

রাতভর স্টেশনের পার্কিং জোন, মালখানা, প্ল্যাটফর্ম ও ওয়েটিং হল-এ চলেছে কড়া তল্লাশি। বোম স্কোয়াড ও স্নিফার ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ব্যাগ, লাগেজ ও প্যাকেটগুলিকে মেটাল ডিটেক্টর ও স্ক্যানার মেশিনের সাহায্যে পরীক্ষা করা হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, স্টেশনের ভিতর ও বাইরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনো অসামাজিক উপাদান সীমান্ত পেরিয়ে ঢুকতে না পারে।

আরপিএফ আধিকারিক জানান —

“দিল্লির ঘটনাকে সামনে রেখে পূর্ব রেল জোনে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। আসানসোল সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।”

যাত্রীরা জানিয়েছেন, স্টেশনে অতিরিক্ত পুলিশ, বোম স্কোয়াড এবং নিরাপত্তা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। অনেকেই আতঙ্কিত হলেও প্রশাসনের তৎপরতা দেখে আশ্বস্ত।

রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যাত্রীরা যেন অচেনা ব্যক্তির কাছ থেকে কোনো বস্তু গ্রহণ না করেন এবং কোনো সন্দেহজনক বস্তু চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।

ghanty

Leave a comment