আসানসোল পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের মহুয়া ডাঙা এলাকায় আজ সকালে রেলওয়ে প্রশাসনের উদ্যোগে শুরু হয় অবৈধ দখলদারিত্ব মুক্ত করার অভিযান। সকাল থেকেই রেলওয়ের আধিকারিকরা ও নিরাপত্তা বাহিনী বুলডোজার নিয়ে এলাকায় প্রবেশ করলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, বহু বছর ধরে কয়েকজন ব্যক্তি রেলওয়ের কোয়ার্টার ও জমি অবৈধভাবে দখল করে বসবাস ও দোকান ব্যবসা চালাচ্ছিলেন। রেলওয়ে একাধিকবার সতর্কবার্তা দিলেও তারা জায়গা খালি না করায় এদিন প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়।
অভিযানের সময় বেশ কয়েকটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়, এবং পুলিশ মোতায়েন করা হয় যাতে কোনো অশান্তি না হয়। স্থানীয়দের একাংশ প্রতিবাদ জানালেও রেলওয়ে প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয় —
“সরকারি সম্পত্তি ব্যক্তিগতভাবে দখল করে রাখা বেআইনি। জমি মুক্ত করতেই এই অভিযান।”
রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, এই অভিযান শুধুমাত্র মহুয়া ডাঙাতেই সীমাবদ্ধ নয় — আগামী দিনে আসানসোল রেল ডিভিশনের অন্যান্য এলাকাতেও একই অভিযান চালানো হবে।
এদিকে, হঠাৎ এই উচ্ছেদ অভিযানে বহু পরিবার বিপাকে পড়েছে। স্থানীয়দের দাবি, বিকল্প থাকার ব্যবস্থা না করেই তাদের উচ্ছেদ করা হয়েছে। তবে প্রশাসনের বক্তব্য — নিয়ম মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।












