দুর্গাপুর ।
দুর্গাপুর নগর নিগমের সামনে হঠাৎই বিক্ষোভের আগুন জ্বলে উঠল। রাজনৈতিক দলের নয়, এই প্রতিবাদ ‘বাংলা পক্ষ’ সংগঠনের পক্ষ থেকে সংগঠিত হয়। মুহূর্তের মধ্যেই পুরো চত্বর “ধর্মেন্দ্র যাদব হটাও, বাংলার সম্মান বাঁচাও” স্লোগানে মুখর হয়ে ওঠে।
ঘটনার সূত্রপাত, নগর নিগমের নতুন প্রশাসক মণ্ডলীর তালিকা প্রকাশ হওয়ার পর। তাতে ধর্মেন্দ্র যাদব-কে সহ-সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়। এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে বাংলা পক্ষ।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশাসন ইচ্ছে করে বাংলা প্রতিনিধিদের উপেক্ষা করে এক ‘বহিরাগত’-কে দায়িত্ব দিয়েছে। তারা প্রশ্ন তোলেন — “দুর্গাপুরের নাগরিকদের স্বার্থ রক্ষার দায়িত্ব যদি বাইরের কারও হাতে তুলে দেওয়া হয়, তবে স্থানীয়দের ভূমিকা কী?”
প্রতিবাদীদের বক্তব্য, আগে প্রশাসক মণ্ডলীতে থাকা রাখি তিওয়ারি, দীপঙ্কর লাহা ও অমিতাভ বন্দ্যোপাধ্যায়-এর নাম বাদ দিয়ে ধর্মেন্দ্র যাদবকে পদ দেওয়া হয়েছে।
বাংলা পক্ষের জেলা আহ্বায়ক তুষার রায় বলেন,
“এটা বাংলার অপমান। প্রশাসন যদি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত না বদলায়, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। প্রয়োজনে দুর্গাপুর বন্ধের ডাক দেওয়া হবে।”
অন্যদিকে, পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। যদিও বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন,
“বাংলার সম্মান বাঁচাতে এই আন্দোলন চলবে, যতক্ষণ না ধর্মেন্দ্র যাদবকে অপসারণ করা হচ্ছে।”
ঘটনাটি ঘিরে এখন দুর্গাপুরের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।











