দুর্গাপুর (কাঁকসা):
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসন এখন পুরোপুরি সক্রিয়। জেলার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কাঁকসা থানার অন্তর্গত বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়ে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।
সূত্রের খবর, প্রথম দিনেই প্রায় ১৫০টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এই নজরদারি ব্যবস্থা দুর্নীতি রোধ, রাস্তাঘাটে দুর্ঘটনা কমানো এবং অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে বড় ভূমিকা নেবে বলে মনে করছে প্রশাসন।
প্রশাসনের এক আধিকারিক বলেন,
“কাঁকসার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে এখন থেকে প্রশাসনের চোখ থাকবে। যেকোনও সন্দেহজনক কার্যকলাপ সঙ্গে সঙ্গে ধরা পড়বে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে।”
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগে খুশি।
কাঁকসা বাজার এলাকার এক দোকানদার জানান,
“ক্যামেরা লাগার পর থেকে এলাকায় একটা নিরাপত্তার অনুভূতি তৈরি হয়েছে। ছোটখাটো চুরি বা ঝামেলা অনেকটাই কমে যাবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, সব সিসিটিভি ক্যামেরা কেন্দ্রীয় কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত করা হচ্ছে, যেখানে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে। যেকোনও বিপজ্জনক বা অপরাধমূলক ঘটনা ঘটলেই তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া প্রশাসন জানিয়েছে, আগামী দিনে দুর্গাপুর, অন্ডাল, জামুড়িয়া, রানিগঞ্জসহ অন্যান্য এলাকাতেও একইরকম নজরদারি ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসনের এক কর্তা বলেন,
“এটি শুধু নিরাপত্তার প্রকল্প নয়, বরং স্মার্ট সিটি মিশনের অংশ। মানুষের জীবনকে নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করা আমাদের লক্ষ্য।”
এই উদ্যোগের ফলে কাঁকসা এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ‘স্মার্ট ও সেফ জোন’-এ, যেখানে প্রতিটি রাস্তা ও মোড়ে থাকবে প্রশাসনের নজরদারির তীক্ষ্ণ দৃষ্টি।











