জামুড়িয়া: ইসিএল (ECL)-এর কুনুস্তোড়িয়া এলাকায় আবারও শুরু হয়েছে “তুই ডাল ডাল, আমি পাতা পাতা”-র খেলা — একদিকে প্রশাসন অবৈধ কয়লাখনি বন্ধ করতে মরিয়া, অন্যদিকে কয়লা মাফিয়ারা নতুন নতুন ফন্দি আঁটছে। শুক্রবার ইসিএল কুনুস্তোড়িয়া এরিয়া ম্যানেজমেন্টের উদ্যোগে জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা পুলিশ ফাঁড়ির তপসী এলাকায় ৬টি অবৈধ কূপ-আকৃতির কয়লাখনি বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ইসিএল কুনুস্তোড়িয়া এরিয়ার নিরাপত্তা আধিকারিক রণজিৎ প্রধান, সেফটি অফিসার ঐশ্বর্য দাস, গৌতম কুমার, নর্থ সিয়ারসোলের নিরাপত্তা আধিকারিক গণেশ স্বর্ণকার, সিআইএসএফ ও ইসিএল হেডকোয়াটারের টাস্ক ফোর্স, এবং কেন্দা থানার পুলিশ দল।
সেফটি অফিসার ঐশ্বর্য দাস জানান, তপসী ফুটবল গ্রাউন্ডের কাছাকাছি অবৈধ কূপ-আকৃতির খনি থেকে দীর্ঘদিন ধরে কয়লা চুরি হচ্ছিল। কয়েক মাস আগে এখানেই বুলডোজিং করা হলেও, কিছুদিনের মধ্যেই কয়লা চোরেরা ফের খনি খুলে ফেলে। তিনি বলেন — “এই এলাকায় কোনোভাবেই অবৈধ কয়লা চুরি চলতে দেওয়া হবে না। যারা এতে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
সূত্র অনুযায়ী, ইসিএল এখন এলাকায় রাতের টহল এবং ড্রোন নজরদারি বাড়ানোর পরিকল্পনা করছে, যাতে নতুন করে খনি খোলার প্রচেষ্টা আগেভাগেই ধরা যায়। স্থানীয় বাসিন্দারাও ইসিএলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “অবৈধ খননের ফলে মাটির নিচে ফাঁপা তৈরি হচ্ছে, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
অন্যদিকে প্রশাসনিক মহলে খবর, ইসিএল এবার স্থায়ীভাবে এলাকায় সিসিটিভি নজরদারি ও সীমান্তবেষ্টনী তৈরি করার পরিকল্পনা করছে, যাতে ভবিষ্যতে অবৈধ খনন পুরোপুরি বন্ধ করা যায়।

















