পশ্চিম বর্ধমান, আসানসোল।
আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল আজ আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মন্দিরে উপস্থিত হন, যেখানে জগদ্ধাত্রী পুজোর শুভ আয়োজন করা হয়েছিল।
মন্দির প্রাঙ্গণে প্রবেশের সঙ্গে সঙ্গেই “জয় মা জগদ্ধাত্রী” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। অগ্নিমিত্রা পাল ভক্তিভরে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং মা জগদ্ধাত্রী-র কাছে রাজ্যের শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেন।
তিনি বলেন—
“আজ এই পবিত্র মুহূর্তে এখানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। ভারত সেবাশ্রম সংঘ দীর্ঘদিন ধরে সমাজসেবা ও ধর্মীয় ঐক্যের কাজে নিয়োজিত। মা জগদ্ধাত্রী-র আশীর্বাদে আমরা সবাই সত্য ও ধর্মের পথে চলার প্রেরণা পাই।”
অগ্নিমিত্রা পাল আরও বলেন—
“আজ গোটা পশ্চিমবঙ্গে সনাতন ধর্মের উপর যেভাবে আঘাত নামছে, তা আর বরদাস্ত করা যায় না। এখন সময় এসেছে সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার। আমাদের সংস্কৃতি, আমাদের আধ্যাত্মিকতা আমাদের গর্ব— একে রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব।”
পুজোর আয়োজন ঘিরে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। মন্দিরে ছিল আলোকসজ্জা, ফুলের সাজসজ্জা, এবং ঢাক-ঢোলের তালে তালে ভক্তদের উচ্ছ্বাস। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মহা-আরতি, যেখানে MLA অগ্নিমিত্রা পালও অংশ নেন।
স্থানীয় মানুষ ও উপস্থিত ভক্তরা জানান, অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে পুজোর আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।












