আসানসোল: দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গের আসানসোলে এখন ছট্ পূজার জোয়ার। সূর্য উপাসনার এই মহাপর্ব উপলক্ষে রবিবার থেকেই শহরের রাস্তায়, বাজারে, গলিতে শুধুই এক দৃশ্য— ভক্তির ঢেউ আর কেনাকাটার হিড়িক। সোমবার সন্ধ্যায় ডোবা সূর্যকে প্রথম অর্ঘ্য দেওয়া হবে, আর মঙ্গলবার ভোরে দেওয়া হবে দ্বিতীয় অর্ঘ্য। এই দু’দিনকে কেন্দ্র করে আসানসোলের বাজার যেন এক উৎসবে পরিণত হয়েছে।
শহরের প্রধান বাজার— হীরাপুর, বারণপুর রোড, স্টেশন বাজার থেকে শুরু করে কোর্ট মোর— সর্বত্রই এমন ভিড় যে পা রাখার জায়গা মিলছে না। রাস্তার দু’পাশে ফল, গন্না, নারকেল, ঠেকুয়া ও প্রসাদের দোকানে উপচে পড়ছে ক্রেতা। নারী, পুরুষ, শিশু— সকলে হাতে দই, মিষ্টি, বাঁশের ডালা, আর ফুল নিয়ে ব্যস্ত প্রস্তুতিতে।
বিক্রেতাদের মুখে হাসি— “এই সময়টাই আমাদের বছরের সেরা সময়। সকাল থেকে রাত পর্যন্ত শুধু বিক্রি আর ভিড়!” কেউ বলছেন, গন্নার দাম একটু বেড়েছে, কেউ বলছেন নারকেলের দাম কম। কিন্তু এই সামান্য পরিবর্তনে ভক্তদের উৎসাহে বিন্দুমাত্র ঘাটতি নেই।
প্রশাসনও সম্পূর্ণ তৎপর। আসানসোল পুলিশ বাজার এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছে, যাতে ভিড়ের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয়। ট্রাফিক পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে সারাদিন মোতায়েন থাকছে। বেশ কয়েকটি জায়গায় CCTV-র নজরদারিও বাড়ানো হয়েছে।
বাজার জুড়ে ছট্ গানের সুর, ফুলের গন্ধ, ঠেকুয়া আর গন্নার সুবাসে এক অন্যরকম আবহ। “ছট্ মাইয়া কি জয়!” ধ্বনিতে মুখরিত আসানসোলের প্রতিটি কোণ।












