দুর্গাপুর নিউটন ইয়ং কর্নারের শ্যামা পূজার ৫০ বছর! জৈন মন্দিরের আদলে গড়া প্যান্ডেল চমক

single balaji

দুর্গাপুর: ইস্পাত নগরী দুর্গাপুরে এবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল শহরবাসী। নিউটন ইয়ং কর্নারের শ্যামা পূজা এই বছর উদযাপন করছে তার ৫০তম বর্ষ, অর্থাৎ স্বর্ণজয়ন্তী। এই বিশেষ উপলক্ষ্যে আয়োজক কমিটি একেবারে অনন্য উপস্থাপনায় মাতিয়ে তুলেছে পুরো দুর্গাপুরকে।

এবারের প্যান্ডেলটি গড়ে তোলা হয়েছে জৈন মন্দিরের আদলে, যার নান্দনিক কারুকার্য এবং আলোকসজ্জা দর্শনার্থীদের চোখ জুড়িয়ে দিচ্ছে। প্যান্ডেলের বাইরেও প্রতিটি কোণ সাজানো হয়েছে শিল্পকলা ও ঐতিহ্যের মেলবন্ধনে।

Screenshot 2025 10 19 125046

শনিবার রাত ৯টায় অনুষ্ঠিত হয় শ্যামা পূজার উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী মালয় ঘটক। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শাসক, মহকুমা শাসক, পুলিশ কমিশনার, দুর্গাপুর রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান, এবং আসানসোল–দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্তসহ বহু বিশিষ্ট অতিথি।

Screenshot 2025 10 19 125033

উদ্বোধনের পর থেকেই প্যান্ডেলে ভক্তদের ঢল নামে। অনেকে জানান, এই বছরের প্যান্ডেল শুধু শিল্পকলার নিদর্শন নয়, বরং দুর্গাপুরের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “এই পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ৫০ বছরের বন্ধন, ঐক্য ও মানবসেবার উদযাপন।” পূজা উপলক্ষে আয়োজকদের উদ্যোগে অসহায় শিশুদের মধ্যে বস্ত্র ও মিষ্টি বিতরণও করা হয়েছে।

পুরো দুর্গাপুর জুড়ে এখন শ্যামা পূজার আবহ, তবে নিউটন ইয়ং কর্নারের এই স্বর্ণজয়ন্তী পূজা এখন শহরের আলোচনার কেন্দ্রে।

ghanty

Leave a comment