দীপাবলি-কালীপুজোকে কেন্দ্র করে হিরাপুর থানায় শান্তি বৈঠক, প্রশাসনের কড়া নির্দেশ

unitel
single balaji

📍আসানসোল: আসন্ন দীপাবলি, কালীপুজো ও ছটপুজো উপলক্ষে বৃহস্পতিবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে হিরাপুর থানা প্রাঙ্গণে এক শান্তি বৈঠকের আয়োজন করা হয়। উৎসবের সময় এলাকায় শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা ছিল বৈঠকের মূল উদ্দেশ্য।

এই বৈঠকে এলাকার সব কালীপুজো কমিটির প্রতিনিধি, স্থানীয় প্রশাসনিক আধিকারিক, সমাজসেবী ও পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত পুলিশ কর্তারা পুজো উপলক্ষে নিরাপত্তা বিধি, লাউডস্পিকার ব্যবহার, মিছিলের রুট ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত নির্দেশ দেন।

হিরাপুর থানার ওসি বলেন, “সবাইকে অনুরোধ করা হচ্ছে যাতে শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন হয়। কোনো রকম গুজব বা উস্কানিতে কান না দিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন।” পুলিশ সূত্রে জানা গেছে, উৎসবের সময় অতিরিক্ত ফোর্স ও নজরদারি টিম মোতায়েন করা হবে।

বৈঠকে সবাই একবাক্যে প্রতিশ্রুতি দেন— আসানসোলের ধর্মীয় সম্প্রীতি ও গঙ্গা-যমুনা সংস্কৃতি অক্ষুণ্ণ রাখতে সকলে মিলেমিশে উৎসব পালন করবেন। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়, যেকোনো সমস্যায় নাগরিকরা সরাসরি থানায় যোগাযোগ করতে পারবেন।

ghanty

Leave a comment