🚨 আসানসোলে বড়সড় অভিযান! ব্যবসায়ী মণীশ বাগাড়িয়ার বাড়িতে সেন্ট্রাল এজেন্সির হানা

unitel
single balaji

আসানসোল:
বৃহস্পতিবার সকাল থেকেই আসানসোলের মুর্গাসোল এলাকায় অবস্থিত ব্যবসায়ী মণীশ বাগাড়িয়ার বাড়িতে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি অভিযান চলছে। সূত্রের খবর, এই অভিযান বালু ব্যবসায় কোটি টাকার লেনদেন ও সম্ভাব্য মানি লন্ডারিংয়ের তদন্তের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

ভোরবেলা যখন বাগাড়িয়া পরিবার ঘুম থেকে জেগে ওঠে, তখনই কেন্দ্রীয় দলের প্রায় ৪০ জন অফিসার তাদের বাড়িতে উপস্থিত হন। পরিবার সদস্যদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে দলটি তল্লাশি শুরু করে।

একই সঙ্গে মণীশ বাগাড়িয়ার বহু অফিস, গুদাম ও অন্যান্য ঠিকানায়ও তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা কম্পিউটার, আর্থিক নথি ও অ্যাকাউন্টস বই খুঁটিয়ে দেখছেন।

এখনও পর্যন্ত পরিষ্কার নয় এই অভিযান ইডি (ED) না আয়কর দফতর (Income Tax Department)-এর তরফে চালানো হচ্ছে। তবে উভয় সংস্থার কেউই এখনও পর্যন্ত আধিকারিকভাবে কিছু জানায়নি।

স্থানীয় সূত্রের দাবি, বাগাড়িয়া গোষ্ঠী রাজ্যের বিভিন্ন জেলায় বালু লেনদেন পরিচালনা করে কোটি কোটি টাকার ব্যবসা করেছিল। সেই লেনদেনে অনিয়ম বা কর ফাঁকি সংক্রান্ত সূত্র হাতে এসেছে বলেই কেন্দ্রীয় সংস্থা নড়ে চড়ে বসেছে।

এই অভিযান ঘিরে আসানসোল শিল্পাঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার অন্যান্য বালু ব্যবসায়ীরাও আতঙ্কিত। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছে, আর সংবাদমাধ্যমকে নির্দিষ্ট দূরত্বে আটকে দেওয়া হয়েছে।

এদিকে রাজনৈতিক মহলেও এই অভিযানকে কেন্দ্র করে নানান জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, রাজ্যের একাধিক বালু মাফিয়া চক্রের সঙ্গে ব্যবসায়ী গোষ্ঠীর যোগসূত্র নিয়েই কেন্দ্রীয় নজরদারি সংস্থা তদন্তে নেমেছে।

ghanty

Leave a comment