নিয়ামতপুরে দীপাবলি মেলা: আত্মনির্ভরতার বার্তা নিয়ে আলো ছড়াল নারীরা!

unitel
single balaji

নিয়ামতপুর, সঞ্জীব যাদব:
নারীদের আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্যে আয়োজিত হলো এক অনন্য দীপাবলি মেলা। শনিবার নিয়ামতপুরের শ্রী অগ্রসেন ভবন প্রাঙ্গণে এই মেলার আয়োজন করেন সমাজসেবী মোহিতা সাংঘিপ্রিয়াঙ্কা আগরওয়াল
অনুষ্ঠানের উদ্বোধন করেন আসানসোলের বিশিষ্ট সমাজকর্মী চন্দ্রশেখর কুন্ডু, যিনি বলেন— “নারীরা আজ নিজের হাতে নিজের স্বপ্ন গড়ছে, এই মেলা তারই প্রমাণ।”

মেলার শুরু হয় ভগবান গণেশের পূজা দিয়ে। এরপর একে একে মেলার দরজা খুলে যায় সকলের জন্য। মোট ৩২টি স্টলে সাজানো ছিল নানা রকমের আকর্ষণ — মহিলাদের পোশাক, হ্যান্ডমেড জুয়েলারি, হোম ডেকর সামগ্রী, দেবদেবীর পোশাক, শুকনো ফল, প্রসাধনী, বুটিক পোশাক, শিশুর খেলনা ও গেমস, এমনকি হাতে তৈরি খাবার ও পানীয় পর্যন্ত।

নারীদের হাতে গড়া সামগ্রী এতটাই মনোমুগ্ধকর ছিল যে দর্শনার্থীরা একের পর এক স্টলে ভিড় জমান। যেসব নারীরা নিজেদের স্টল আকর্ষণীয়ভাবে সাজিয়েছিলেন, তাঁদের সম্মাননা ও উপহার দিয়ে উৎসাহিত করেন আয়োজক সদস্যরা।

মোহিতা সাংঘি ও প্রিয়াঙ্কা আগরওয়াল বলেন, “এই ধরনের উদ্যোগ শুধু উৎসব নয়, এটি মহিলাদের আত্মনির্ভরতার পথ খুলে দেয়। ছোট ব্যবসায়ী ও শিল্পীরা তাঁদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পান।”

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরমান সাংঘি, স্বাতি পিলানিওয়ালা, সুনীতা গোয়েঙ্কা, টুইঙ্কল পিলানিওয়ালা, প্রীতি গোয়েল, Vibha Sharma, ঋতু জুলানিয়াসন্ধ্যা মাসকারা
দিনভর চলা এই মেলায় উৎসবের আমেজের সঙ্গে ছড়িয়ে পড়ে নারী শক্তির আলো

ghanty

Leave a comment