সালানপুর (আসানসোল): তিন দিন ধরে নিখোঁজ থাকার পর এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কাকুরকুন্ডা এলাকায়। শনিবার সকালে কল্যাণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাকুরকুন্ডা বনের ভেতর থেকে ২৩ বছর বয়সি অলকা কিস্কুর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার বাড়ি জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গোসাইপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাকুরকুন্ডা গ্রামের এক যুবক সকালে বনে যাওয়ার পথে প্রথমে ঝুলন্ত দেহটি দেখতে পান। তিনি দ্রুত গ্রামে ফিরে গিয়ে খবর দেন। মুহূর্তে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে রূপনারায়ণপুর আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃতার দাদা জানিয়েছেন, তিন দিন আগে তাঁর বোন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান। পরিবারের সদস্যরা সর্বত্র খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। শনিবার সকালে খবর আসে, কাকুরকুন্ডা গ্রামের জঙ্গলে এক তরুণীর ঝুলন্ত দেহ দেখা গেছে। খবর শুনেই তাঁরা সেখানে পৌঁছে গিয়ে দেহটি আলকা কিস্কুর বলে শনাক্ত করেন।
ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য লুকিয়ে আছে, তা জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
এক স্থানীয় বাসিন্দা বলেন, “এভাবে আমাদের এলাকার এক মেয়ে মারা যাবে, ভাবতেই পারিনি। আলকা খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল।”
ঘটনাকে কেন্দ্র করে সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায় আতঙ্ক ও উত্তেজনা তৈরি হয়েছে।