দূর্গাপুর (পশ্চিম বর্ধমান):
দূর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ড নং 26-এর বিধান নগর অঞ্চলে একটি প্রাইভেট স্কুলের প্রাঙ্গণে শুক্রবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি। পুজোর পর এই জনসেবা কর্মসূচি শুরু করার উদ্দেশ্য, সরাসরি ওয়ার্ড স্তরে মানুষের সমস্যার সমাধান করা।
স্থানীয় কাউন্সিলর পলাশ নন্দী জানান, সকাল থেকেই মানুষ স্বেচ্ছায় ফর্ম পূরণ করে জমা দিচ্ছে।
“আমাদের লক্ষ্য, সাধারণ মানুষ যেন সরকারি অফিসের ঝামেলা ছাড়াই সরাসরি সমাধান পান।”
রাজ্য সরকারের কল্যাণমূলক প্রকল্পে সহজতর আবেদন
কর্মসূচিতে “লক্ষ্মী ভান্ডার,” “কৃষক বন্ধু,” “স্বাস্থ্য সাথী” এর মতো বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্পে আবেদন ও তথ্য প্রদানের সুবিধা রাখা হয়েছে।
ড্রেনেজ ও নিকাশী সমস্যার জন্য বিশেষ টিম
পলাশ নন্দী জানান, বিধান নগর হাউজিং কলোনিতে ড্রেনেজ ও সিউরেজের সমস্যা সমাধানের জন্য বিশেষ টিম তৈরি করা হয়েছে। কর্মকর্তারা সরাসরি এসে অভিযোগগুলি রেজিস্টার করছেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন।
স্থানীয় মানুষদের মতে,
“এ ধরনের শিবির থেকে আমরা প্রচুর স্বস্তি পাই। সরকারি অফিসে ঘোরাফেরা না করেই আমাদের সমস্যার সমাধান হয়।”
কর্মসূচিতে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে মানুষকে সরকারি প্রকল্পের সাথে সংযুক্ত করার কাজ করেছেন।