আসানসোল দক্ষিণে তৃণমূলের ‘বিজয় সম্মেলন’ ১২ অক্টোবর, জোর প্রস্তুতি

unitel
single balaji

আসানসোল, প্রতিনিধি:
আসানসোল দক্ষিণ টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী ১২ অক্টোবর সকাল ১০টা থেকে সংপ্রতি হলে অনুষ্ঠিত হবে ‘বিজয় সম্মেলন’। এই সম্মেলনের প্রস্তুতি নিয়ে রবিবার সন্ধ্যায় এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি পূর্ণেন্দু চৌধুরী, ব্লক সহ-সভাপতি ডা. দেবাশীষ সরকার সহ তৃণমূল নেতৃত্বের একাধিক সদস্য।

নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এই সম্মেলন আয়োজিত হচ্ছে। বৈঠকে সম্মেলনের রূপরেখা চূড়ান্ত করা হয় এবং দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

ডা. দেবাশীষ সরকার বলেন, “তৃণমূল কংগ্রেস আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় দিন দিন শক্তিশালী হচ্ছে। বিজয় সম্মেলন আমাদের সংগঠনের জনসমর্থনের প্রমাণ দেবে।”
অন্যদিকে, পূর্ণেন্দু চৌধুরী জানান, “১২ অক্টোবরের সম্মেলনে বিরোধীরা স্পষ্ট বার্তা পাবে যে তৃণমূল কংগ্রেস এখানে আরও শক্ত হাতে দাঁড়িয়ে রয়েছে।”

দলের দাবি, এই সম্মেলনে হাজার হাজার কর্মী ও সমর্থক উপস্থিত থাকবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, স্লোগান, পতাকা শোভাযাত্রা সহ বড় আকারের আয়োজন করা হবে। তৃণমূল নেতৃত্বের মতে, আসন্ন সময়ে এটি হবে বিরোধীদের জন্য এক রাজনৈতিক জবাব

ghanty

Leave a comment