আসানসোল।
দুর্গাপূজোর আগে বারাবনি বিধানসভা এলাকার কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ এক বড় সাফল্য অর্জন করল। গত ১৮ আগস্ট চিনাকুড়ি এলাকায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে যুক্ত দুই অভিযুক্তকে মুম্বই থেকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার দুপুরে এলাকায় ফিরেছে।
ঘটনার সূত্রপাত
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ আগস্ট চিনাকুড়ির বাসিন্দা গোপাল মাহাত (৪৫) বাড়ির সামনে থেকে কয়েকজন তাঁকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে চিনাকুড়ি ডিসপেনসারির কাছে তাঁকে নির্মমভাবে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা খবর দিলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ গোপাল মাহাতকে অচেতন অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়, কিন্তু সেখানে তাঁর মৃত্যু হয়।
স্ত্রীর অভিযোগে তদন্ত
মৃতকের স্ত্রী কমল দেবী নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। গোপন সূত্রের খবর পেয়ে ২৩ আগস্ট পুলিশের একটি বিশেষ দল মুম্বই রওনা হয়। অবশেষে চিনাকুড়িরই বাসিন্দা রিকি ননিয়া ও পঙ্কজ ননিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের তৎপরতা এবং সাফল্য
আজ ২৮ সেপ্টেম্বর দুপুর ২টোর সময় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ দুই অভিযুক্তকে নিয়ে এলাকায় ফেরে। জানা গিয়েছে, মুম্বইয়ে বেশ কয়েকদিন ধরে ফাঁড়ির অফিসাররা সাদা পোশাকে অভিযান চালিয়ে তাঁদের হদিস পান। এই গ্রেপ্তারির ফলে দুর্গাপূজোর আগে এলাকার মানুষজনের মধ্যে স্বস্তি এসেছে।
স্থানীয়দের প্রতিক্রিয়া
স্থানীয় বাসিন্দারা বলেছেন, “পুলিশের এই দ্রুত পদক্ষেপে আবারও প্রমাণিত হলো যে অপরাধীরা পালিয়েও রেহাই পায় না। পূজোর আগে এই পদক্ষেপে আমরা আরও নিরাপদ বোধ করছি।”










