বারাবনি এলাকার পাঁচগাছিয়া গান্ধীনগর ইউনাইটেড ক্লাব এবারের ৪১তম দুর্গাপুজোয় বেছে নিয়েছে এক অভিনব থিম — ‘কাশী বিশ্বনাথ ও বেনারস ঘাট’। বাঁশ, প্লাই ও ফাইবার দিয়ে তৈরি এই বিশাল প্যান্ডেল দর্শনার্থীদের মুগ্ধ করছে।
ঐতিহ্য আর নবরূপের অনবদ্য মেলবন্ধন
কৃষ্ণনগরের বিখ্যাত মৃৎশিল্পীরা তৈরি করেছেন বিশাল ঐতিহ্যবাহী প্রতিমা, যা প্যান্ডেলের রূপ ও রঙের সঙ্গে মিলেমিশে এক অপূর্ব আবহ সৃষ্টি করেছে। থিমের প্রতিটি অংশে বেনারস ঘাটের সিঁড়ি, কাশী বিশ্বনাথ মন্দিরের শৈলী, ও গঙ্গার আধ্যাত্মিক শান্তির ছোঁয়া স্পষ্ট।
নিরাপত্তা, সামাজিক উদ্যোগ আর উৎসবের উন্মাদনা
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে – দর্শনার্থীদের জন্য রয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি ও স্বেচ্ছাসেবকদের টিম। স্থানীয় শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্বাস্থ্য পরীক্ষার শিবির। প্রতি সন্ধ্যায় থাকছে ধুনুচি নাচ, ঢাকের বাদ্যি আর সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভিড় জমছে, উচ্ছ্বাস বাড়ছে
দুর্গাপুজো শুরু হওয়ার পর থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন এই অনন্য প্যান্ডেলে। স্থানীয় ব্যবসায়ী, সমাজকর্মী ও শিল্পীরা প্যান্ডেলের থিমকে আরও জীবন্ত করে তুলতে দিনরাত পরিশ্রম করছেন। সন্ধ্যার আলো-সাজে প্যান্ডেল যেন হয়ে উঠছে এক ক্ষুদ্র কাশী।
ক্লাবের বক্তব্য
ইউনাইটেড ক্লাবের সম্পাদক জানান – “আমরা চাইছি নতুন প্রজন্ম ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করুক। কাশী বিশ্বনাথ ও বেনারস ঘাট থিম সেই চেতনা ছড়িয়ে দিতে পারবে। এটি ধর্মীয় পর্যটন ও সাংস্কৃতিক সচেতনতাকে বাড়িয়ে তুলবে।”










