পারিবারিক বিবাদে আত্মঘাতী দম্পতি! মেয়ের অভিযোগে চাঞ্চল্য বারাবনিতে

single balaji

বন্ধ ঘরের ভিতর গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল এক দম্পতির ঝুলন্ত দেহ। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের বারাবনি থানার অন্তর্গত জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের রসুনপুর গ্রামে। মৃত স্বামীর নাম নির্মল মন্ডল (৪৫) এবং স্ত্রীর নাম জ্যোৎস্না মন্ডল (৩৭)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে জমিজমা নিয়ে চলা দীর্ঘদিনের পারিবারিক বিরোধের সূত্রেই মানসিক নির্যাতন শুরু হয়। এই ঘটনার জেরে দম্পতি আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই নির্মল মন্ডলের দাদা উত্তম মন্ডল, বৌদি পুতুল মন্ডল ও তাঁদের ছেলে বিষ্ণু মন্ডলকে আটক করেছে।

মঙ্গলবার রাতে মৃত দম্পতির বিবাহিতা মেয়ে বর্ষা পাতর থানায় লিখিত অভিযোগ জমা দেন। তাঁর অভিযোগ, ‘‘জ্যাঠা, জ্যাঠিমা ও তাঁদের ছেলে বহুদিন ধরে আমার মা-বাবাকে মানসিকভাবে নির্যাতন করছিল। সোমবারও অকথ্য ভাষায় গালিগালাজ হয়। তাঁদের প্ররোচনাতেই মা-বাবা শেষমেশ গলায় দড়ি দেন।’’

পুলিশ জানিয়েছে, দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ন’টা নাগাদ দম্পতি ১২ বছরের ছেলেকে পাশের ঘরে শুইয়ে রেখে নিজেদের ঘরে ঢুকে আত্মঘাতী হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জ্যোৎস্না মন্ডলের বাপের বাড়ি জামুরিয়ার চুরুলিয়া এলাকায়। বছর কুড়ি আগে তাঁর সঙ্গে নির্মল মন্ডলের বিয়ে হয়। তাঁদের এক মেয়ে বর্ষা ও এক ১২ বছরের ছেলে রয়েছে।

এদিকে রসুনপুর গ্রামে এই রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ আত্মহত্যা নাকি প্ররোচনার কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ‘‘এভাবে পারিবারিক বিবাদ দম্পতির জীবনের ইতি টেনে দিল। অথচ তাদের দু’টি সন্তান এখনও অপ্রাপ্তবয়স্ক।’’ পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

ghanty

Leave a comment